দেশদ্রোহ তো সেই সকল দেশ কুসন্তানেরা
দেশেরই আলো-বাতাস-ফসল-ফল-খেয়েই
গতরে শক্তি সঞ্চারিত করে গর্জন যেন এক
অভিন্ন চেতনা শত্রুদেশ দলবল গোপন কথা!

খবর ষড়যন্ত্র শত্রুতা দোসর স্বৈরাচার বোধ
শুনেছি মীরজাফরেরা যে থালায় খায় সেই..
থালাকেই ছিদ্র করে প্রকাশ ঘটায় নেমকের
তাই তো নেমক হারাম ঐ'দেশ শত্রু ওরাই!

জন্ম যেথায় বেড়ে উঠা যেখানে সেখানেই
দেশ জনতার সর্বনাশ সর্বশান্ত ধ্বংস কর্ম!
ওরে অবুঝ অধর্মের দল দলনেতা কেমন
মন অধিকারী-কারিণী তোদের জন্ম অশুভ।।

না পাবি দুনিয়া না পাবি আখেরাত সবই
করলি শেষ হলি সর্বশান্ত দেশ জনতারই
অভাব অনাটন মানব জীবন অর্থপ্রথ রয়
এ'পৃথিবী এমনই জায়গা কেউ ধনও নয়!

স্বার্থ-স্বার্থ অভাব খেলায় মাতোয়ারা ঐ'
সকল অদেশপ্রেম নাগরিক কুসন্তানরা!
তোদের অভাবের শেষ থাকে না অপর
অভাব রয় ক্ষমতা পদ-পদবী-ধন-রত্ন।

তোমরা কেমন দেশ নাগরিক নিজ দেশ
অতল গহীনে ডুবায়ে কি করে ঘুমাও'রে?
হদাচরণ কি শিক্ষার্জন করেছিস তোরা?
না আছে তোদের দেশপ্রেম না নিজস্বতা!

দেশের খেয়ে দেশের পড়ে প্রীত ঐ'পাড়া
বাবার ভিটে বসবাস মায়ের রান্না খাওয়া'
কুলি ফেলো ঐ'প্রতিবেশী বাড়ি ঢেঁকড়েই
বিধাতার বিধান অমান‍্য ধ্বংস অবধারিত।

ঐ'রকম অসভ‍্যদের দ্বারা দেশ ক্ষমতা নয়
ওদের ভাল মানসিকতা কখনো ভাল নয়ে।
ওদের না থাকে দেশপ্রেম না পিতা-মাতার
বংশ-মর্যাদা প্রতি সম্মান শ্রদ্ধ‍্যা অর্জন স্মরণ।

ওরা হীনমন‍্যতা স্বীকার পরধন পদ্দারে রপ্ত
নিজ ইজ্জ্বত বিক্রি করতে যেমন দ্বিধাবোধ...
থাকে না। তেমনি তুচ্ছ স্বার্থকেই বড় করে
দেখতে দেশ অপর নিকট বিক্রি দ্বিধা নয়।

তাই তো আজ দেখছি ওরা তেমনিই একক
অবাঙ্গালী অদেশপ্রেম দেশদ্রোহ জাতির পশু।
সময় এসেছে মানুষ চেনা দেশপ্রেম বাংলার
জাগো বাঙ্গালী দেশপ্রেম জাতি রক্ষায় দেশ।
*************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ বাহাত্তুরতম পর্ব পাঠে আহবান রইল।