দেশ যেন এক অসহায়ত্ব প্রকাশ করছে
কোথাও মানবতা খুঁজে পাচ্ছে না!
এই দেশটিতে জন্ম নিয়ে হচ্ছে বদলাঠী
না আছে দেশপ্রেম না দেশাত্মবোধ!
কোথাও দেখতে পাওয়া যায় না ঐ'মন
হরেক রকম মানুষ নানান রকমের।
কত মেধাবী আপন পর দেখতে পাওয়া
শিশু-কিশোর-কৌশর-বয়স্ক-বৃদ্ধরা!
বিবেক কি তারিত করে না হ্নদয় মধ্যে?
কেমন মন জীবনবোধ প্রাণতারণা?
রোগ হলে বিশেষ ভাবে ডাকি আল্লাহকে
রোগ সেরে গেলেই ঔষধ অমকটি!
ভাল মান বেশ প্রশংসা ঐ'প্রতিষেধকটির
কি জ্ঞান জীবনবোধ মানুষ মানবতা?
ভাবনা অবাক করে মানুষ আমরাই সকল
তাই তো আপন পর শত্রু-মিত্রের...
ভেদাভেদ পার্থক্য বুঝতেই সংশয় দেখতে
অতি সহায়ক কাছের মানুষ ভাবনা।
তাই তো নিকটতম থাকে সব তথ্য সংগ্রহ
আপন মনে তফিলদারী ভারী করে।
পাগল ছাগল ছানা অপদার্থ সামান্য লোভ
মাথা মোটা বুদ্ধির সুযোগ নেয়।
দেশ শত্রু দলবল বৈদেশ পরশ্রী-কাতররা
দেশ রসাতল দিয়ে দেশপ্রেম কথা।
ভাবনা আমায় তারণা করে কোন দেশ বাংলা
করছি বসবাস প্রতিবেশী দেশ কহে!
ওরা নাকি বাংলার খবরদারী ওদের তাপিদার
ওরা শত্রু ও অপদার্থ বাংলার সন্তান।