সেই ছেলে এ'দেশটিতে কবে জন্ম নিবে
দেখবো আমরা দেশ প্রেম।
দেশের প্রতি ভালোবাসা কেমন ঐ সেই
আদর্শ চরণ উসুউচ্চ মনবল।
দেখতেই বসে রই আমি কবি চলতে চাই
হাতে হাত রেখে একসাথে।
আমি বসে আছি একা একা ঠাহর পাই না
চেতনাময় অনন্য সাধনা স্বপ্ন!
সেই সন্তান জন্ম দেশপ্রেম সহমত ভাবনা
সুদীপ্ত জ্ঞান আলোক ছড়ানো!
আমি শতধা অপূর্ব হাসি মুখখানী দেশপ্রতি
দেশের সন্তান দেশ জন্মভূমি।
মাতৃত্ব মায়া স্নেহ অতিমহৎ সুআচরণ ভক্তি
প্রেম যত রয় দিতে জানা চাই।
থাকবে মোরা সকল তরে মানবতার কথায়
ভাবনা এক মন হয়কি কখনো...
নিজ প্রেম না হয় স্বদেশপ্রেম সুখ শান্তি ধরা
তাই তো চাই নিঃস্বার্থক দেশপ্রেম।
অর্থ বিত্তর অভাব থাকবে বটে তাই বলে কি
দেশ শত্রুর সহিত হাত মিলাবে?
না না না কখনোই নয়! দেশ প্রেমিকরৃ কখনো
ঐ'রকম কাজটি করবে না।
যারাই করবে ঐ'সকল সন্তাএরা প্রকৃত পক্ষে
কখনোই দেশ নাগরিক নয়।
আজ কাল আগামী যা দেখছি দশ প্রেম নামে
কোন মত সুযোগ পেলে বসা!
দেশ রচনা মঞ্চানালয় আসন' সেথায় আরাম
পেয়ে লোভ-লালসা তুঙ্গেরই।
পশুল হাট বসায় যারা পশু সদাই করে যারা
প্রয়োজনেই হাট বসে এ'ধরা।
সেই জীবন মন সুনাগরিক রচনা অর্জন চাই
এ'দেশটিতে সুনাগরিক সভ্যতা!
দেশ এক হি হা কার চলমান প্রকৃত দেশপ্রেম
সুশিক্ষার্জন সুনাগরিক খুবই অভাব।
দেশেরই জন্য এই মূহুর্তে দরকার সুনাগরিক
দেশ রক্ষা; সার্বভৌমত্ব রক্ষা ধীরমন।
চলমান...