দেশ যেন এক মগেরই মুল্লুক
যখনই যে খুঁশি যেমন চাইছে!
তখনই গর্জে ফুলে ফোঁড়করা
ফটক তলে গর্জন দেখা দিচ্ছে।
আজ দাবী-কাল-ও-দাবী শেষ
নাই নাইরে শেষ আন্দোলনরত।

একে তো গরীব দেশ বাংলাদেশ
সেই দেশ মানুষের এতো দাবী!
কেমনে কে করবে পরিপূর্ণতায়
ভরে দিবে চোখের ক্ষূর্ধা মনের!!
অফুরন্ত জ্বালা হিংসা-যন্ত্রনা মন?
মানুষ হওয়ার ধারের কাছে নাই।

আছেই শুধুই দেখা জানছি ঐ'যে
অভাব হত‍্যা রক্ত ঝরানো স্বভাব!
ঝগড়া বিবাদ হত‍্যা নির্যাতনেই
শেষ হয় কি কখনো মানবতার?
কিসের নেশায় কেমন যেন চল
মানুষ মানবতা দেখা আসলেই'

মানুষ কি সভ‍্যতা পরিচয় পায়?
জীবন চলার পথ এক দল করে
আন্দোলন আরেক দল রক্তের!
বন‍্যায় শূন‍্য করে মায়েরই কোল
পিতা-মাতা হন সন্তান হারা ঐ'
দিকে দেশ হারাতে বসে যোগ‍্য
সুনাগরিক দেশ জনতায় দেখা।

কেন রে ভাই-বোন সকল কেন
তোমরা প্রকৃত অর্জন জ্ঞানেরই'
শূন‍্যতা রেখে করে আসছো যে
সংগ্রাম। সেই সংগ্রাম কি সত‍্যই।
তোমাদের ভবিষ‍্যৎ বিবেক তৈরি
মহত্ত্বতার সুউচ্চমান দীপ্ত বুদ্ধির।

এমন করেই করছো আন্দোলন
মেধা রেখে ফেলে করছো এক!
অভিনব সর্বনাশ দেশ জনতার
যেমন ক্ষতি প্রথমত তোমাদের।
অনুরূপ ক্ষতি দেশ সার্বভৌমত্ব
দেশ-বিদেশ তথা সর্বত্র বাংলা!

হচ্ছে পরিচিতি ধ্বংস মানবতা।
যা ক্ষতিতে পরিণত বিশ্ব দরবার
বাংলাদেশের মানচিত্র অবক্ষয়।
তোমাদের কি যৌতিক যোগ‍্যতা
পরিচয় বহণে সামান‍্য বিবেকের'
দেশ প্রেম পরিচয় নেই দেখছি।।

৫ অক্টোবর'২৪ ছিল যৌতিকতা
ফ‍্যাসিস বল আর স্বৈরাচার বল!
গণতন্ত্র খর্ব সরকার বিরোধীতা
যথেষ্ট যুক্তি যুক্ত; সফল চাওয়া।
সফলতা পেয়েছো তোমরা বেশ
দায়িত্ব পালন করছো প্রতিনিধি!

তোমাদেরই মনোনীত পছন্দনীয়
শত শত চাওয়ার একটি অবসান।
বলার মত জায়গা পেয়েছো বটে
কোন হট্ট-গোন্ডগোল কেন এতো?
যাও আপোষে বল তোমাদেরই
ভাই রহিম-করিম-জদু-মধু-রব!

আলাপ-কর-আলোচনা-কর-সব
যত সব চাওয়া থাকে পরামর্শেই
সমধান করবে, করবে না ঝগড়া!
আন্দোলন বৈষম‍্য বিরোধ তৈরি
ঘাত-প্রতিঘাতে কখনো সমাধান!
আসতেই পারে না বরং একদিন
দেখবে টিট ফর টেইট এমনটিই'

পৃথিবীর বুকটিতে চলমান দেখা।
তোমরা কাউকেই বিশ্বাস করোনা
সকলেই তোমরা একে অপশত্রু!
কত আছে ফকির দেশে তলাহীন
চাওয়া-পাওয়া-বৈষম‍্য-বিরোধ?
শেষ কোথায় কে কাহারা করছে
তোমাদের ব‍্যবহার শুনছো তাই!

তাদেরই কথায় নেচেই চলেছো
দলবল চাই চাই ঘেরাও করছো?
কি আছে রাষ্ট্র্র কোষাগারে বলরে
তোমরা মানুষ হও ছাড় ঐ'সমস্ত!
ভাবনা বড় কর, দেশ এগিয়ে নাও।
সুশিক্ষা সুজ্ঞান অর্জন সুনাম দেশ
বৈদেশ ছড়িয়ে দাও একদিন হবে'

দেশ জনতার আসল মানুষ সেরা।
অহেতুক আন্দোলনে বেসরকারী
শিক্ষা প্রতিষ্ঠানের ক‍্যাম্পাস চাই!
সরকার ব‍্যবস্থায় কোথায় রয়েছে
কোন আইনেই বলা ওরে ছাত্ররা?
বরং বেসরকারী শিক্ষা-প্রতিষ্ঠান
অনেক অনিয়ম করেই ঢাকারই।

শহরে জন্ম নিয়েছে যত্র-তত্রেই
সবই হল ব‍্যবসা-বাণিজ‍্য সেবা।
আর সেই তোমরা অনিয়মকেই
অনিয়ম বাঁজির খেলায় মত্ততার।
তোমরা মানুষ হবে কখন বুঝবে
জীবন চলার পথ শেষ অবদ্ধিতে?

ভাল লাগে না দেশ নিয়েই খেলা
বেকারত্ব, শিল্প চলছে না বন্ধের'
উপক্রম প্রায়। নেই খাদ‍্য সামগ্রী
সরকার গঠিত হতে এখনও হয়নি।
রক্ত বিনিময়ে অজিত বৈষম‍্য সেই
বৈষম‍্য ক্ষত এখনো শুকায়নি তার'

রেশ কাঁটতে না কাঁটতেই কি দেখা?
এই করেই কি দেশ চলবে বল'রে
দেশ ছাত্র সমাজ রাজনৈতিক দল?
বল কোথায় তোমাদেরই সভ‍্যতা?
কবে হবে মানুষ প্রকৃতই এ'ধরায়?