নতুন বৎসর এলো রে এলো
নতুন করে সাঁজো রে সাঁজ!
সকল জনতা বরণ করে নাও
পুরাতন সব ভুলে আপনত্বে!

অতীত সমস্ত গ্লানি মুছে লও
২০২৫ইং কে সাদরে গ্রহণে।
অপরূপ শোভায় শোভিতেই
কত দুঃখ শহীদের রক্ত ঝরা!

দেশ স্বাধীনতা রচনা ছাত্ররা
ওরাই আমাদের রাষ্ট্রের শক্তি!
প্রজন্ম রচিত ধারার চরণেই
হাজার ফুলের একটি মাল‍্য!

ছাত্র-সমাজ সুউচ্চ স্বর কন্ঠ
হার মানতে জানে' জানে না,
কখনোই পরাধীনতা কি সেই
সুবচন অনন‍্য ধারার  মুক্তিই।

সবুজ-শ‍্যামল-সুজলা-সুফলা
নদী-নালা-খাল-বিল-হাওরের
মার্তৃভূমি লাল-সবুজ বাংলার
একেরই বোঝা দশেরই লাঠী!

বৈষম‍্য স্বীকার এ'বাংলাদেশ
ছাত্র সমাজ সাধারণ জনতা
ঐ'সকল ছাত্ররা প্রাণ দিয়েই'
ছিনিয়ে মুক্ত করলো বৈষম‍্য!

বাংলার সর্বস্তর মানব মুক্তি
তাই তো বিনম্র শ্রদ্ধা জানাই
আরো জানাই আহত সকল'
শতশত ছাত্র-শিশু-কিশোর

ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনে।
সজন হারা কষ্ট সমবেদনায়
আকুতি আমায় বেদনা দেয়।
চোখের পানি মোটেও ধরেই!

রাখতে পারছি হ্নদয় খানখান
তোমরা যারাই আজ বিজয়ে
দায়িত্ব নিয়েছো দেশ সংস্কার
দ্রুত অবসান ঘটাও স্বৈরাচার!
আর যেন সৃষ্টি না হয় বৈষম‍্য

এমন কাজ কর্ম নৈতিকতার
করবে তৈরি যেন মানুষরূপী!
অমানুষরা দোষ খুঁজে না পায়
দেশ জনতা সদা সর্বত্র চলায়।

এমন সংস্কার করবে দেশেরই
স্বার্থ সুরক্ষা গণ জোয়ার রয়!
নাগরিক সুরক্ষা সকল জনতা
গণতন্ত্র বহাল রবে আজীবন।

তাই তো নবজোর নতুন বৎসর
শুভহোক বাংলাদেশ বাংলার।
আমরা সকলেই বাঙ্গালী এক
একতাই একটি কন্ঠে উচ্চারণ।

বাংলাদেশ বাংলার সর্বস্তরের
আপামোর জনতা শক্তি এক।
নতুন বৎসরের শুভেচ্ছান্তেই
মানবতাবাদীতা ও জীবনমূখী'

লেখনি কলম সুউচ্চ মুক্ত গান
আমরা করবো জয় এ'বাংলা।।
যদি হই সৎ যোগ‍্য প্রকৃত মানুষ
দূ'নীতি মুক্ত সচেতন দেশপ্রেম।।