সত‍্য বলতে বলব কেমন করে
অজানা পথের পথিক!
কর্ম করেই খেয়ে আসছি অব্দি
কর্মেরই মধ‍্যে বড়ধর্ম।
চিন্তা কখনো আসেনি মনটিতে
রাষ্ট্র চলছে কেমনে?
বর্বরতা স্বীকার হয়েছি শতবার
মুখটি ফুটে বলিনি!
কাকে বলবো সব নেশাখোররা
ঐ'ছিল স্বৈরা শাসক।
উচিৎ কথা বলতে গেলেই বিপদ
ওরাই সকল সর্বেসর্বা।
দেশ যেন এক অসহায়ত্ব জনতা
বিধাতার বিধান রয়কথা।
সময় কথা বলে ছাত্র-জনতা এক
অভিন্ন পরাশক্তি জবাব!
রুখে দিলো রক্ত বিনিময় ছাত্ররা
স্বৈরা শাসক নেপথ‍্যদের।
বিজয় খুশি বাংলার আকাশ মুক্তি
চিরস্বরণীয় শহীদ প্রতি।
**************
প্রিয় পাঠক ও কবিগণকে ষোলতম পর্ব পাঠের আহবান রইল।