আজ একটি কথা জেনেছি' কি সেই কথাটি
জানতে চাইলে বলতে চাই।
বলেই দেই কেমন মানুষ স্বভাব এ'ধরাতে
জ্বীন ইনসান পরী শয়তান!

সবই আল্লাহর সৃষ্টি পৃথিবীর বুকে কি যেন
এ অভিনব ভিন্ন ভিন্ন চরিত্র।
শুনতে লজ্জ্বা করে বলতে সাঁই দেয় না মন
বিধাতার বিধানে ব‍্যাঘাত ঘটে!

সেই অনুশাসন মনটির মধ‍্যে ঘুরপাক ব‍্যস্ত
কেমন করে বলি মানুষ মানুষ..
হয়েই মানুষ প্রতি বদ-নজর দেয় আর সেই
নজর নাকী পড়ে মানুষ প্রতি।

এ আবার কোন খেলা মত্তে উল্লেখিত ধর্মীয়
বিভিন্ন আলেম উলামায়ে লেখা..
গ্রন্থ-সমূহ নানান ধর্মীয় রীতি-নীতি ব‍্যাখ‍্যায়
ভাবনা জগৎ এক অভিনব দেখা।

শুনতে আর মন চায় না কেমন করে মানুষ
আসলেই হতে পারবে প্রকৃত জন?
শয়তান সেও নাকী অনেক শক্তিশালী তার
চেয়েও বড় শয়তান মানুষ রূপিরা!

কি যে ধরার বুকে খেলা শয়তান লেখা ঘর
পরচর্চা হিংসা-বিদ্বেষ-লোভ-ক্ষতি!
ওরাই নাকী মহারতি; নেই ওদের কোন ভয়
বলেন তো দুনিয়া কি ভাবতে ভয়।

ঈমানদার লোকদের জন‍্য দুনিয়া বড়ই ভুল
শয়তানীতে খেলা না জুরলেই অশুভ।
এ আবার কেমন কথা বলতে লাগে না ভাল
মানুষ যতই করছে লেখা-পড়া সব..

যেন নীতিক চরিত্র অবক্ষয় নয় তো দূর অন্ধত্ব
বদ-নজর দেয় একে অপরকে ঐ'
লোকদের যে ক্ষতি হয় তার নজর পরে কি সে
মানুষ সেই কথাটি কি জানা রয়?

হায়'রে মানুষ অসভ‍্যতার বেড়াজাল কখন হবি
সুশিক্ষিত থাকবে হিংসা বদনজর।
লোভ-লালসা নিন্দা; সেই দিন হবি যদি মানুষ
তবেই এই দুনিয়া সভ‍্যতা পাবে।

অন‍্যথায় কখনো না শান্তি এহকাল না পরকাল
বিধান জ্ঞান দিয়েছেন সুবুদ্ধি প্রাপ্তি।
ধরে রাখ সেই বুদ্ধি জ্ঞান অর্জন অনন‍্য শোভা
নয় তো ক্ষতি কোন জনম মানুষে।
সেই জীবনই ধন‍্যতা পেতে সুখ অনুভূতি হ্নদ
আগাছা মন হতভাগ বদনজর দল।
***************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ আগামী ষাটপর্ব পাঠে আহবান রইল।