এমনই একটি দেশ মানুষ মানবতা
কে কাকে বিশ্বাস করে?
করতে চায়ও বা কেমনে এ'ধরণীর
মনে হয় আবহাওয়া তাই!

সর্বদাই দেখতে পাই এতো মানুষ
যেখানেই চলি সেখানেই...
গল্প-গুজব-আলোচনা খোঁজে লাভ
চায় শুধুই প্রফিট কি যে...

দেশ মানুষ মানবতা আমরা মানুষ?
ভাবনা আমায় ভিষণ ভাবে..
বিতারিত করে কেন এলাম দুনিয়ায়
বিধাতার বিদানের নিয়ম রয়!

মানুষ অন‍্যায় পথ চলনে শাস্তি পাবে
নেই তাতে কোন সন্দেহ।
আমরা মানুষ তার পরেও করি অন‍্যায়
নানান রকম ফন্দী-ফিকির।

আজ ভাল ফূর্তিবাজ কাল শরীর খারাপ
সর্তক বার্তা বিধাতার বুঝিনা।
কোন মত ডাক হে আল্লাহ্ আল্লাহ রক্ষা
করিও একমাত্র তুমিই আমার!

অপরাধীর অল্প ডাকেই ভরসার দোয়ার
খুঁলে দেন বিধাতা সেই মানুষরা..
আমরা বুঁঝি ক'জনা এই সমাজ তটে বলি?
দেশ যেন চলছে ভুল পথ পথিকে!
চলমন...