ওরে দেশ জনতা বাংলার সন্তানেরা
তোমরা বিজয় ছিনায়ে আনতে পার।
তোমরা দিগন্ত এক অনন্য শক্তি বল
মনোবল ভাবনা ধীরতা এক নিষ্ঠ্যতা।
জীবনকে বুঝতে পারো জানতে পারো
বুঝবে দেশ ও দেশ জনতা কে কেমন?
আমরা মানুষ হতে চাই দেশ নির্ভরতা
দেশও চায় প্রতিটি মানুষ হোক দেশের।
সকল অসভ্যতা পরিহার সুসন্তান কাম্য
চলমান...