এ কেমন সুবিবেচক বৈষম্য দূর করতেই বৈষম্য
এতো লোক দেশে থাকতে।
কেমন করে মেট্রোক পাস উপদেষ্টা শপথ গ্রহণ
দেশ একেবারেই জ্ঞান শূন্য?
কোথাও পাওয়া যাচ্ছে না বিজ্ঞ গুণি সৎ ব্যক্তিত্ব
এ'বাংলার বুকটিতে সত্যই!
তাও আবার বিতর্কিত দলবল ঘেষা নয় স্বতন্ত্র ঐ'
বিতর্কিত লোক বা ব্যক্তিরা'
কে করে দেশ সর্বোচ্চ পজিশন থাকবে নিরপেক্ষ?
কেমন বিচারক বৈষম্য দূর!
এমন কেন হতে হচ্ছে হতাশা কাঁটছে না মানবতা
দেশ কি একেবারেই সভ্যতা'
সততা সত্য সুন্দর চেতনাবোধ জায়গা পাবে না
কোথায় দেশপ্রেম দেশ নাগরিক?
বিচারকই যদি হয় বিতর্কিত বিচার পাবে কেমনে
এই দেশ জনতা দেশ আপামোর?
ভাবনা আমায় বিচলিত করে সর্বোক্ষণ বিচক্ষণতা
তোমরা বৈষম্যতার কথা বলো!
বৈষম্য দূর করে নিজেরাই ভুল করলে কে করবে
দূর? দেশাত্মবোধ পাবে কিসে?
দেশ নির্ভর করবে সেই সুনাগরিক দেশপ্রেম কই?
খুঁজে পাওয়াই বড় যে দায়!
অতীতে ছিল অশিক্ষিত বহু নেতা-নেত্রী এ'দেশে
ছিল না নিয়ম-কানুন-রীতি।
সব ভেঙ্গে ভেস্তে গেছে নিয়মের বালাই বৈষম্য
দূর্গমগ্রী দূর্মে মূর্ছে অতীত।
দেশ যেন পেয়েছে একটি নতুন প্রজন্ম বাংলাদেশ
অনুশাসন অনুরাগ অনুপ্রেরণা।
যেখানে সাঁজবে নতুন করে অনন্য শোভা ভরামন
মানব মানবতা মানুষ মানুষেই।
সেই জায়গা অপদার্থ ভরপুরের ভবিষ্যৎ অন্ধকার
নতুন নতুন আশাতেই ভরসা!
সেই ভরসা তোমরা নতুনরা রাখবে কি ধরে এই
বৈষম্য বিরোধী চেতনা রক্ত?
শত শহীদের রক্ত বিনিময় অর্জন স্বৈরাশাসক ঐ'
পদচ্যুত পলায়ন পর্বে দেখা।
পূনরাবৃত্তি ঘটে না যেন এ'দেশ বাংলা দেশ জনতা
আবার যদি ভুল দেখা দেয়;
বিজয় মধ্যে ভাঙ্গন সমস্ত অর্জন ভেস্তে যাবে যদি
বৈষম্য বিরোধী বৈষম্য ঘটে।
উপায় থাকবে না কোন জনম জনম কাল দেখা
বিচার যেথায় হাতে তোলা।
সেথায় কখনো পিছুটান নয়, পিছু হটলে কেউ
কখনো রেহাই বৈষম্য নয়!
হিসাব কষাঘাত সংঘাত সংঘর্ষ তুমুল চলবেই
রক্ত আর রক্ত রক্ত লাল।
সাবধান সর্তক বিজয় ধরে রাখা সহজ করার
প্রত্যয় সততা সংঘবদ্ধতা।
অর্জিত ধন রক্ষা একে অপর আত্মঃবিশ্বাসেই
সেই মনোভাব পোষণ সদা।
অন্যথা হিতে বিপরীত হাল-বেহাল বিচার্যের
অশুভ শকূনী মামার ডাক।
***************************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণকে চৌষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।