ওরা নাক দেশ প্রেমিক দেশে মর কথা বলে
কত ভাল ভাল কথা দেশপ্রেম।
মানব কল‍্যাণ কথা মনে সেরার সেরা ওরাই
ওদের মত দ্বিতীয় কেউ নেই।

দলবল সেরা সেরা সর্বস্তর ভাবনা দেশকথা
ওরাই সেই মন কেমন বুঝ?
ওদের মত মানুষ হতেই নেয় চাঁদা উ'ঢৌকন
জমিমজা দখল জোর জুলুম।

মানুষ হয়ে আরেক মানুষকে ধ্বংস-ক্ষতি-মন
সেই মানুষ কেভন করে যায়'
অপর মানুষকে কেমনে দেয় উপহার এই কি
মানবতা সমাজ সেবা মানবিক?

কিসে কেমন করে চলমান জীবনবোধ রচনা
জন দরদী কথা মুখখানী ঐ'মুখে;
অপর জনগণ ধ্বংস লীলা-খেলায় মাতোয়ায়
লিপ্ততার স্বীকার মন-প্রাণ-ভাবনা।

সেই অপরাধী মন যায় মসজিদ পানে লেবাজ
ধারণ ঈমানদার দেখা কি সামাল?
মানুষ মানবতা কোথায় দেখা কাকে বলবে ঐ'
লোকটি ভাল নয়; একজন নিকট...

খারাপ, আরেক জনার নিকট বেশ সাধু ভাল
মানুষ তুলনা হতেই পারেন না।
এই রকম স্বভাব চরিত্র ভাল লাগা না লাগা
মননে চলছে চলমান ধারা পথ।

শেষ হয়েও হচ্ছে না মানব মানবথা ঠিকানার
কূল-কিনারা এ'ধরার বুকটিতে।
সভ‍্যতা বিদ‍্যমান সেই মানবতা জীবনই পারে
এ'দেশ সার্বভৌমত্ব সুরক্ষা দিতে।

এমন মানুষরা সুনাগরিক দেশপ্রেম আপনত্ব
ঐ'রুপ বিবেকবান মানুষ কাম‍্য।
দেশাত্মবোধক মাতৃত্ববোধ অনন‍্য আশালোক
জাগ্রত জাতি যুগ যুগ প্রজন্মরা!

জ্ঞান অর্জনে আশা জোগাবে একে অপর যেন
দেশ কখনো হারাবে হবে না..
ঘাটতি দেশপ্রেম মাতৃত্ববোধ দেশাত্মবোধ দীক্ষা
দেশ সেবক সার্বভৌমত্ব সুরক্ষা।
****************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ আটান্নতম পর্ব পাঠে আহবান রইল।