আসলে প্রিয় কবি ভাই
সে যেই হোক!
যদি হয় অসভ‍্য ও চোর
হোক না সে যে'
মহা রতি সভ‍্যতা ঐ'যে
একদিন বলবে
দিবে দেখা উত্তর সন্ধান
ফিরে দেখা যুগ।

যুগান্তর তাই বলি সত‍্যের
সন্ধান খুঁজি মন!
প্রাণ মধ‍্যে ভয় হ্নদয় যেন
খোদা আসর প্রতি
ভরসা যা কিছুই করি সব
সাক্ষী বিবেক ছৈতন‍্য।
সে যেই হোক না!
আস্তা জায়গা রয় মজবুত
কেউ পারবে না..

হেলায় দোলাতে অপবাদ
অপব‍্যাখ‍্যা এ'ধরা।
আসল মানুন নকল হলে
যা হওবার তা হয়।
সবই কর্মফল আমরাই
বেয়াকুব পক্ষপাত..
মন করি দ্বন্দ এক অপর
যে করে গেছে..

তারা পরপার মিথ‍্যা ঝুলি
মুখ বুলি অকথ‍্য...
ভাষার দেখা কেন যেন যে
জন্ম বিবেক অন্ধ!
মানুষ মানুষকে ছোট করা
সুবিবেক চাই যেন'
সৌহাদ‍্যপূর্ণ ফিরে পেতে
কর্মগুণি গুণ থাকা..

প্রতিটি গুণি মানুষ ধৈর্য
ধারণ অটুট থাকা।
সবুরে মেওয়া ফল মিষ্ট
অনেক পথ পথিক।
দেখা কত কথা ব‍্যক্তিত্ব
যিনি ব‍্যক্তিবান সম।
পাবেই পাবে না হয় যদি
অসম কর্ম কুফল।

কে আটকাতে পারে বলি
মূল‍্যবান চরিত্রগুণ।
অবমূল‍্যায়িত হলে বুঝবে
কর্মফল ছিল অতীত!
মন্দ তাই তো শুধরে যাবে
না হয় হিডেন থাকা...
পরিশুদ্ধতা আমরণ ভোগ
জীবিত -মৃত‍্যু সময়।

শুদ্ধির পিছন রক্ষা জবাব
মন্দ কিছু কি হয়?
যেমন যে কর্ম করবে সেই
ফল তেমন পাবে।
এই দুনিয়ার বুকেতে কবি
সময় কথা বলবে।
তাই বলে প্রকৃত অর্থবহে
আঘাত হানা অপরাধ।

সেই আঘাত অপ্রিয় হলে
ফিরে পাবেই পাবে।
তাতে নেই কোনোই সন্দেহ
কখনোই বিধাতা ছাড় দেন।
ছেড়ে দেন না কখনো।
বিবেক থাকলে বুঝবে ওরা
অবিবেচক অন্ধ মত্ত।

অপরকে ছোট করলে হয়
যে হতে নিজ ছোট।
হে আল্লাহ্ সুবিবেক দাও
দাও না সুজ্ঞান।
সভ‍্যতার কঠিন পরীক্ষায়
পাস করাও এ'জাতি।
শান্ত কর অনন্ত সুখ সমৃদ্ধ
মানবতা সত‍্য সভ‍্যতা।
সব যেন বিসর্জনেই বিনাস
পথহারা অবিবেচ‍্যরা।
***************
প্রিয় পাঠকগণকে চৌদ্দতম পর্ব পাঠে আহবান জানাই।