দেশ দেশ জনতা আহার জীবন ধারণ
পোশাক-পরিচ্ছদ।
ঘর-বাড়ি-আসবাব-পত্র-শোভা-বর্ধন
আলোক-ছড়ানো!
সবই টাকা-পঁয়সা থাকলেই সুব্যবস্থা
অন্যথায়-অদেখা!
অর্থ অনর্থ মূল ব্যাসবাক্য লোক মুখ
মুখরোচক-গল্প।
প্রকৃত পক্ষে টাকা-পঁয়সা ব্যতিত ঐ'
মানব-জীবনটি'
পরিবার পরিজন বসবাস সাঁজ-সজ্জা
সম্ভব-অদেখা।
বর্তমান দেশ যে হালচাল কাকে বলি
কেমনে-বলতে'
কাকে বলবে কে আছে শোনার এ'ধরা
বাংলা-জনতায়?
দরদ বুঝ; বুঝমান অনন্য অসাধারণ
মাধূর্যতা-অন্ধত্ব!
চরম খেলায় মাতোয়ারা জীবন ধারা
এমন-মানুষরা'
যেই যেখান যেথায় চেয়ার পায় বসে
মনটিতে-অচেনা।
মনে রাখতে পারে না অতীতের কথা
অতীত-জীবন!
কেমন ছিল এখন কেমন সব ভাবনা
জগৎ-সংসার।
ভাল জানা আর ভাল লাগা সব ভুলে
দিশেহারা-অতীত।
ভাল চেয়ার ভাল খাবার পোশাক ভাল
চলাচল-জমজমাট!
পরিবর্তন সমস্ত ব্যাসভূষা যাপন হ্নদ
ধনীত্ব-প্রাণকথা।
কে শোনে আর গরীবের আহাজারী ঐ'
অতীত-বর্তমান?
বাজার দর-লাগাম-হীন নাভীশ্বাস নিঃ
কে কাকে-জানতে'
এমন সুযোগ তো আর কেউ কাউকেই
দিতেই-চায়কি?
পিষ্টপোষকতা চরিত্রগুণ সব পরিবর্তন
সবাই-কেমন!
ভুলে যায় যত সব ওয়াদা দায়ভার ঐ'
সকল-যথার্থতা।
ভাল আর মন্দের পার্থক্য করবে তারা
যারাই-সত্যস্বর্গীয়।
মনোভাব জগৎ সংসার আয়-রোজগার
কর্মেরই-সংস্থান!
মানুষ দু'টি অন্য জোগাড় করে পেট'টি
আছান-পেতেই।
মানবতা কথা অনন্য সভ্যতা পোষণে
বিচার-বিচার্য!
বাজারে গেলে মাথায় হাত আর কিসে
কষ্টের-সাধন।
কেউ দেখার নেই গরীব ধনী পার্থক্য
গরীব-গরীবত্ব।
সুযোগ সন্ধ্যানীরা চায় গরীবরা হোক
গরীব-যতগরীব।
ততোই ভালো ধনীরা ব্যবহারে উত্তম
ওরে-ঐ'হাদারাম!
কেমন কি করছিস বল দেখিতো শুনি
সময়-থাকলে!
আছিস দেখা করিস কথা আছে বলবো
আছিস-কিন্তু।
ব্যবহার করবে অসৎ উদ্দ্যেশ্য হাসিলে
গরীবরা-অভাবী!
ওদের বোঝার ক্ষমতা থাকে না পেটে
ক্ষূর্ধার-যন্ত্রনা!
তাই ওরা বাদ-বিচার ভাল মন্দ অবুঝ
কাজ-কাজ।
কাজ করতে বেড়ে যায় সকাল সকাল
নিজের-ক্ষূর্ধা!
পরিবার-পরিজন ক্ষূধার্ত চিন্তা মাথায়
ভাবনা-ন'ঠাঁহর।
বাজার দর হা'ভাত কথা থাকে বোকা
সাঁজ-মনটিতে।
জীবন চলার পথ বহুদূরত্ব সুখ পরশ
বাজার-কথাতেই।
*********************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ তেষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।