এ কেমন মাতাল পাগল তার ছেড়া দল
দলনেতা চরণ চাল চলন?
বেহুশ ওরা ওদের দলনেতা সকল জ'না
কত বুদ্ধিরই কথা শোনা।

সেই মনটি সকল থাকে সুবুদ্ধির একেক
দলবল মানুষ হরহামেশা।
সভ‍্য কথা বলতে শুনি অথচ নিজরা চোর
লুটতরাজ সর্বসেরা সদা!

ওদের আবার চরিত্র নৈতিক অবক্ষয় দল
পাপ ছাড়ে না বাপ-সন্তান!
একদিন আগে আর পরে শাস্তি হবেই ঐ'
চির সত‍্য শব্দার্থ বাক‍্য এক...

অতি সত‍্য সদা পদাচারণা যথার্থতা রহে
কর্মফল যা অপরাধ তা শাস্তি।
কর্মফল যা ভাল সেই তা আন্তরিক অন্তর
অন্তজামী আন্তরিকতা ভরা মন।

কোন শাস্তি নয় কল‍্যাণকামী অপূর্ব চেতনা
ঊষার আলোক ছড়ানো হ্নদয়।
আলো যেন সর্বত্রেই ঝলমল সজ্জা উজ্জ্বল
পাপী মন আলোর আড়াল অন্ধ!

দোযখ ছাড়বে না একদিন আগে আর পর
প্রস্তুত যথার্থ সজাগ যে কোন রথ।
সুকর্ম সুখী মনুষ‍্যতা বিরাজমান এ'দুনিয়া
আখেরাত সর্বত্র সুউচ্চ গলা বুলি।

বেহুশ মানুষ সেই তারাই লোভ-লালসা
সামাল দিতে অপারোগ ঐ'সেই....
ওরা অন্ধ;  ওরা দলবল লোভী সর্বদাই
রয় মন খারাপ মেলা পালা-পাবণ।

নেশাগ্রস্ত মাতাল হলে যা হয়' সেই তারা
নিজস্ব-অস্তিত্ব বলতে কিছু রয় না।
সমস্ত অর্জন এক নিমিষেই বিসর্জন দেয়
অস্তিরতা কাটতে দেয় না মনটিকে।

বেহুশ ওরা বেহুশ সততা সদা-চারণ নয়
গোপন সকল অপরাধীর অপরাধ!
মনে করে এমন শক্তিশালী আর কেউ নেই
বেহুশ মন-প্রাণ-হ্নদয়-আত্মা-অন্ধ।
*************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণকে একষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।