আসলেই দেশটি বেশ ভাল বসবাস উপযোগী
পরিবেশ অনুকূল।
আবহাওয়া সহনশীল মানবতা কল‍্যাণ বহমান
প্রকৃতির শোভায়!
অনন‍্য অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সৌন্দার্য
জাগ্রত জাতিতে।
কম-বেশি সদা মানুষ সকল রয়েছি সামাজিক
এমন মানুষেরা!
হই সত‍্য সভ‍্যতা বিকাশ প্রকাশ সত‍্য সর্বদায়
মিথ‍্যা না বলা।
সত‍্যের প্রতি অবিচল একক মনোভাব প্রকাশ
প্রকৃত মানবতা!
কর্মঠ জীবনের সন্ধ‍্যানে আমরা হলে অবিচল
দেশ বাঁচবে।
দেশ কথা বলবে মানুষ মানুষের জন‍্য অস্তিত্ব
আর মানুষে..
রক্ষায় ব্রতঃ হবে দেশ প্রেম সার্বভৌমত্ব প্রতি
অসসতা দূর..
অনৈতিকতা, অসভ‍্যতা, মিথ‍্যা বলা ছাড়লেই
দেশ সুখী।
এমন দেশটি আর দ্বিতীয় পাওয়া বড়ই ভার
মানুষ মনুষ‍্যত্ব!