ওরা নাকি দেশ প্রেমেরই কথা বলে
মুখে বলে দেশপ্রেম ভরামন!
ঐ'দিকে লুটপাট-লুপাট এ'দিকে দেশ
দেশ যেন ওদের বাপ-দাদার?
অসহায়কে করে সম্বলহীন সহায় হয়
আর সহায় দেশ সম্পদ লুটে'
দেশ-বিদেশ-বাড়ি-গাড়ি-ঠাঁট-বাঁট রয়
বিলাসী জীবন গল্প ওরা রাজা।
কেমন যেন ওদের চাল-চলন ব্যাসভূষা
ওদের নিকট আপন শুধু ওরাই!
ওদের কথা তোষামোদি সরগরম সেই
তারাই ওদের মনোরঞ্জন জনরা।
ওদের দলে ওরাই ঠাঁই পেয়ে ধন্য তুষ্ট
যারাই ওদের চামচা সেই তারাই।
আঠারো কোটি দেশ জনতা এ'দেশটির
একটি হয় যদি বড় দলবল ঐ'
দলটির পক্ষ জনতা ভোটার অভোটার
সব মিলায়ে সার্পোট ৩৫-৪০%!
অন্যরা বৃহত্তম দল ৩২%-৩৬% অধিষ্ঠ
আরও ছোট-খাটো দলবল ২৫%!
সব মিলায়ে ১০০% জনতা রাষ্ট্র বাংলা
একটি দলবল এক ক্ষমতা পেলে..
হয়ে যায় যেন সব বাপ-দাদারই সম্পদ
কোনো ধারণায় মাথায় থাকে না।
এ'দেশ এক দল বল শক্তির একার নয়
এতো লোভ এতো ক্ষমতা ওদের।
বেসামাল হয়ে পড়ে নিজ দলবল লোক
আত্মীয় করণ নেচার-নৈতিক নীতি।
সভ্যতা পরিচয় ক্ষমতা যেন সারা জীবন
ভোগ-বিলাস নিরলস আমরণ তরে।
পিছনে যে অত্যাচার নির্যাতন এক নায়ক
-তন্ত্র কায়েম প্রশাসন ব্যবহার জনতা...
সাপোর্ট শূন্যতা বহিঃশত্রু দেশ সহযোগিতা
এন মনোভাব মনটি পোষণ ক্ষমতা!
ঠেঁকানো বৈরি মনো চেতনা অকর্ম ফলাফল
অন্য দলবলদের কোণ ঠাঁসা স্বভাব।
নিজ দলবল শন্ডা লোকেরাই অপরাধ করে
দোষ দেয় বিরোধী নেতাকর্মী নাম...
বেনাম মামলা-হামলা-জেল-জরিমানা শত
ঐ'ভাবনা অসভ্য চেতনা নিজ দলেই
এক সময় ফাঁটল ধরতে থাকে গরমিল দল
বল সর্বক্ষেত্রেই জেলায় জেলায় ফাঁটল।
ওরে নেতা ক্ষমতার লোভ এতোটাই তোদের?
লোভ আর অর্থ লুপাট বিভোরতাতেই..
দেশ ও নিজ দল কেমন অবস্থা স্বীকার থাকে...
না খোঁজ-খবর শুধু হবে ধনী সেই চিন্তা!
মিথ্যার আড়ালে সত্য প্রচার ব্যবসা যেন বেশ
সেই না সুযোগ গ্রহণ দীর্ঘ সময় শাসনে
বিশাল ব্যবধান রাজ্য বৈষম্যতা সর্বত্র ছড়িয়ে
সাধারণ জনতা বিরোধী দলবল নিজস্ব
দলেরই বিক্ষুদ্ধ বিদ্রোহী নেতা ছাত্র রাজনৈতিক
সব এক একাকার সরগরম স্বপ্ন স্বৈরাচার...
নিপাত যাক' চায় না এ'বৈষম্য সরকার ব্যবস্থা
এমন কেন চিন্তা থাকবে দেশ শাসন দল?
দেশপ্রেম নাগরিক দলবল পালা ভিত্তিক পর্যায়
দেশ ও দেশ জনতা কল্যাণ কমিটমেন্ট'ই!
রাষ্ট্র-শাসন ভার গ্রহণ যেন জনতা কল্যাণ পালা
বদল পর্ব শোভা ছড়াবে একে অপর শান্তি।
জন-কল্যাণ নেতা দেশপ্রেম উন্নয়ন একে অপর
তার তো বালাই থাকে না নেতা মনটিতে।
শুধু প্রতি হিংসা ক্ষোভ যেন নোংরা এ'পীট-পীট
একবার যেই রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ'
যেন চুরির মহা সমূদ্র পেয়ে বসে ধনী হতে আর
কোন বাঁধা বাধ্য বাধকতা থাঈএ নানটি।
হারাম আর হালাল ওদের মনে জাগে না হ্নদয়
বৈধ বলতে প্রাণের সুঘ্রাণ মানতেই চায় না।
ভুলে যায় বিধাতার বিধান জ্ঞানার্জন সুশিক্ষা বিদ্যা
দেশ যাক রসা তল' নিজ পকেট ভারী মন।
তাই ঐ'সকল অদেশ প্রেম নেতা দেশ পরিচালনা
অন্তরায় যুগযুগ বাংলাদেশ উন্নয়ন অদেখা।
নিরাপত্তাহীন জনতা বাজার মূল্য উর্দ্ধগতি মাথায়
হাত হতদরিদ্র-মধ্য-বিত্ত-সাধারণ জনতা।
অর্থ লুপাট দলবল দেশ রাষ্ট্র পরিচালনা মোটেও
সঠিক পন্থা হতে পারে না, দেশ অনিরাপদ।
ঘুণিত জাতির পরিনতি ঘটন ঘটায় ঐ'সমস্ত নেতা
ওদের দ্বারা রাষ্ট্রের ক্ষতি ব্যতিত অকল্যাণ।
******************************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ ছেষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।