ভাল ফল আলু কেজি প্রতি হিসাবে
সাত-আটটি আলু হয়!
সেই না আলুরই বাজার মূল্য কত?
সকল জনাই জানা রয়।
তবে এবার বলেন দেখি আলুর মূল
প্রতিটির পড়েছে ১৬ টাকা।
এমন দেশ গরীব দেশ বলেই জানে
বর্হিঃবিশ্ব আমরাও জানি তাই!
এখন বলি কে বলেছে গরীব এ'দেশ
একটি আলু যেখান খেতে পারি!
ষোল টাকায় সেই দেশ গরীব মানুষ
ভাবতেই হতবাক প্রশ্নবিদ্যেরই...
কথা থাকে বহু চিন্তা-চেতনা-দেশের
মানুষ মানবতা সরল সরলতা।
দেশের মানুষ অতি সামান্যই খায় পড়ে
ধনী দেশ তো তাই সদাবিলাস!
এ'দেশের সোনা ফলা বেলে দোঁয়াশ ঐ'
উর্বর মাটিতে আলুর ফলন।
দেশের অঞ্চল ভেদেও বেশ নাম-ডাক
হিমায়িত করে সংরক্ষণও বটে।
কত আলু নষ্ট হয় হিমাগারে সংরক্ষণে
হাজার ক্ষতি শৈর্য হয়ে থাকে।
সব লস কষে তুলে নেয় চড়া দাম কষে
এমন একটি দেশ সিন্ডিকেট!
আমরা মানব জাতি কোথায় ঠিকানা বলি
সত্য মিথ্যা অসাধু চেতনা মত।
সততার আড়ালে অসভ্যতা দেখা মানবতা
কাকে বলবে চোর একক অদেখা।
ধর্ম বলে সভ্যতার সুউচ্চারণ কথা সভ্যতা
অভিনন্দন অনুপ্রেরণা মহত্ততা।
সুখ পরশ পাবে কেমন করে মানুষ মনুষ্য
ঘৃণিত জাতিতে পরিণত হচ্ছে।
দেশ যাচ্ছে রসাতল ভাবছে না শেষ হচ্ছে
দেশ নয় হচ্ছে মানুষ মানুষরা।
বিধাতার বিধান অমান্যে চালচলন অশৈর্য
দেশ দেশ নেতাদল স্বীকার দেশ।
**************************
প্রিয় কবি-হ।সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণ আটষট্টিতম পর্ব পাঠে আহবান রইল।