এ আবার কেমন চাওয়া-পাওয়া বলা যায় না
দেখেও দেখা যায় না।
শুনতেও ভাল লাগে না কাকে কি বলি সেই'
বোধ শক্তিরও অভাব!

কিসের নেশায় কেন যেন কিভাবে শুধু দেখছি
করছে ওরা আন্দোলন।
শুধুই অভাব; অভাবের স্লো-গান রক্ত দিয়েই
চাই অর্জন অসাধারণ!

কিসের নেশায় কেমনে কেন যেন করছে খেলা
মাতোয়ারা জীবনবোধ।
শূন‍্য গো-ওয়ালা হাল-চাষ হয় কেমন গুরুদ্বারা
তেমনেই আষাঢ়-শ্রাবণ!

অভাবের কষ্ট কথা কার নিকট বলবে  কে রয়
বুঝমান অনন‍্যধারা কথা?
এমন একটি দেশ জন্ম চোর শোনে না ধর্মবুলি
পাঁয়তারী করছি যথার্থতা!

কে যে এমন সুসন্তান এ'দেশ প্রেম কথা ভরা
জন্ম নিবে কি আর কখনো?
হে নিবে পিতা-মাতা হয় যদি সুযোগ‍্য-নৈপূর্ণ‍্য
তবেই আশার আলো জ্বলবে।

বিধাতার বিধান পরিপূর্ণ আদর্শ নীতি-নৈতিকে
পিতা-মাতা হয় যদি পূর্ণ‍বাণ।
আদর্শ সৎ সততা ন‍্যায়-নীতিবান-নৈতিকতার
অনন‍্য শোভা ভরা জীবনবোধ।



চলমান