অনেক দেখা পঞ্চাশটি বৎসর অব্দি
দেশটি বেশ ভাল লাগে।
এমনই এক অনুপ্রেরণার দেশ বাংলা
ছোটবেলা হতে শুনে যেন!

লোক মুখে জেনেছি শুধুই পরহিংসার
রোষানল স্বীকার এ'দেশটি।
কেন ওরা ওৎ পেতে থাকে দোষরেরা?
অবশ‍্যই মধূর রস রয়েছে।

সেই মধুর রসের সুমধুর আহরণ পেতে
লিস্পতার স্বীকার সুখভোগ।
উপভোগ উপঢৌকন চাওয়া-পাওয়ায়
বাংলা যেন একমাত্র ভরসা।

জীবন জীবিকা সমস্ত স্বাদ পূরণ যেমন
নীল চাষ সিংহভাগ নিত।
নিত সরকারী কর্মকমিশন সেরা চাকরী
ওরা ছিল সকল শক্তি।

বাংলাদেশ ও বাংলার মানুষ নাম মাত্রই
দেশের সুখ সুযোগ ভোগ‍্য।
আসলেই সমস্ত সুযোগ-সুবিধা বঞ্চিত
এই বাংলার সব জনতা।

এই দেশটি আমার আপনার বাংলাদেশ
এ'দেশেই অদেশ প্রেমিরা..
করছে অরাজনৈতিক অরাজকতা দ্বন্দ
ওরাই সুবিধা ভোগী দল।

ঐ'পশ্চিমা থেকেও অপদার্থ ঐ'কুসন্তান
হটেছে বটে পশ্চিমা দেশ।
পরদেশ নির্যাতন তুলে নিয়েছে অরাজ...
নৈতিক বাংলার কুসন্তান।

ওরা আর সুখে থাকতে দিচ্ছে না বাংলা
তথা বাংলার জন সাধারণ।
শত্রুদেশ হতে মনে হয় ছিনিয়ে নিয়ে এসেছে
এখন ওরা খবর দারী।

ওদের চরিত্র অরাজনৈতিক ক্ষ‍িপ্ত মনভাব
চুরি-ডাকাতি-খুন-রাহাজানী!
লুট-তরাজ-ধর্ষণ-ব‍্যাংক-খালি-অর্থপাচার
এমন কুসন্তান দেশ বদনাম।
********************
প্রিয় পাঠক-পাঠিকা-কবি মহোদয়গণকে নবম পর্ব পাঠে আহবান রইল।