সবুজ-শ‍্যামল-নদী-নালা-খাল-বিল-হাওর-বাওর
এই দেশ বাংলাদেশ।
গর্ব করার মত চিরচেনা ইলিশ-আম-কাঠালেরই
এ'দেশটি আমাদের।

আমরা বাঙ্গালী যত দেশ যত সুন্দর বৈদেশ কথা
কর্ম অনুপ্রেরণায় রত!
সত‍্য বলতে কি কয়েকটি দেশ করেছি ভ্রমণ বিজ্ঞ
দেখেছি জেনেছি বেশ।

আসল কথা এমন সুন্দর দেশটি নেই অন‍্য বৈদেশ
অল্প-স্বপ্ল খাওয়া-পড়া।
বসবাস যেন খেজুরেরই পাতাতেই আরাম-আয়েশ
তাল-পাখায় গাজুরায়।

হরেক রকম পিঠা-পুলি নবান্ন যে প্রতিটি ঘরে ঘরে
বাংলার মানুষ মাতোয়ারা।
এমন দেশটির সন্ধ‍্যান পাওয়া বড়ই ভার-মনুষ‍্যত্বতা
সেই দেশটি অসহায়ত্ব।

বড়ই অসহায় শুধু অরাজনৈতিক অচেনা অদেশপ্রেম
চোর-বাটপার-মননশীল।
অযোগ‍্য অপেশাদারত্ব জীবনবোধের তরে লোভ ভরা
প্রাণ-হ্নদয়-নেশাচোরত্ব।

সেই সকল মানুষ দ্বারা হয় কি দেশপ্রেম এ'বাংলার
আমরা বলি সোনার।
বলে থাকি মায়াবর্তী মেয়ে; মেয়েরাই মায়ের জাতি
সংসার সুখী সুগৃহিণীতে।

স্নেহ ভরা অপূর্ব সুন্দর চেতনাবোধ জাগ্রত জাতির
সুসন্তানেরা এক অভিন্ন।
নারী-পুরুষ সকলকেই দেখা দেশ শাসন দায়-ভার
সর্বশেষ সকলেই সমান!
(নারী-পুরুষ) দেশ শাসন, দু'নীতি যার স্বাক্ষী রয়।।
চলমান...
অষ্টম পর্ব পাঠে আহবান রইল অন্তর হতে।