কি হয় না এই দেশ বাংলার জমিনে?
সোনার ফসল বলে উর্বর মাটিতে।
শাক-সবজির-ফল-মূল-ভেষজ-তৈল
জাতীয় সকল ধরণ উদ্ভিদ দ্বীজ।

জেনে রাখেন; শুনে জান; বলতে কি
পারি আমরা এমন সমতল দেশ!
পৃথিবীতে কয়'টি দেশ রয়েছে কে রয়
জানেন বলতে পারবে জনতায়?

বলতে পারলেও প্রকাশে অপারগতার
বিশাল একটি ব‍্যবধান অজ্ঞতায়!
কত মানুষ আমরা দেশ হতে বিদেশে
করি কাজ-কর্ম-পদ-পদবী বেশ।

মুখে শুনি বড় বড় কথা অনেক বৈদেশ
রেমিট‍্যান্স অর্জনে অবদান রাখা।
আরে রেমিট‍্যান্স তো সাধারণ মানুষরা
যোদ্ধা নাম যেন এক গর্বাদেশাত্মা।

ওরা শতধারা অনন‍্য চেতনা বেকারত্বরা
বিদেশ যেয়ে দেশকে রক্ষা করে।
অশপ্ত এক ভিন্নতার পরিচয় বহণ মাত্র
ওরা দেশেও যা ছিল বৈদেশ তাই।

সাদা-মাটা জীবন চল দমদ্মেশে শ্রম দিতে
ছিল ওদের মনে বড়ই লজ্জ্বা তাই..
ওরা দূরে যেয়ে করে বৈদেশ হাল চাষ শ্রম
ঐ'শ্রমই লজ্জ্বা ফেলে দেশে দিত।

ওরা কখনো হতো নিজস্ব দেশ মাতৃভূমির
অদেখা এক ভিন্ন যাত্রায় স্ত্রী ছাড়া।
পিতা-মাতা-ভাই-বোন-সন্তান-আপনাত্মীয়
খাওয়া-থাকা আবাসন-কত-কষ্টভরা।
**********************
চলমান.... ৪র্থ পর্ব দেখার জন‍্য অনুরোধ রইল।