দেশ স্বাধীনতার পর হতে দেখে এসেছি
১৯৭১ স্বাধীনতা লাভ।
দেশে সরকার গঠন শুরু হতে না হতেই
দেশটি সুশৃঙ্খল আইন!
নিয়ম-কানুন-শাসন-অভাব প্রতিষ্ঠা প্লান
পরীকল্পনা প্রণয়ন শুরু।
দেশ কেবলই একটি সুবজ-শ‍্যামল-যুবতী
সুসন্তান জন্ম আভাস!
স্বপ্ন দেখা বাংলার প্রতিটি মানুষ স্বাধীনতা
অর্জন আপন ভূবণ।
সেই ভূবণে ফাটল ধরাতে ক্ষমতার লোভ
এক শ্রেণির স্বৈরাশাসক..
দলেরা স্বাধীনতা লাভ নায়ককে হটায়েই
ক্রু'করে প্রাণ ঘাতকতা।
ক্ষমতা লুফে নেয় দোষর দেশ স্বৈরাশাসক
এমন করে চলছেই..
এ'দেশ বাংলাদেশের রাষ্ট্র দখল ভোগ মন
ঐ'একই কায়দার...
দ্বিতীয় সরকার হটিয়ে তৃতীয় বারের মতও
স্বৈরাসরকার ক্ষমতা লুফে।
কি যে পরিস্থিতি দেশ ও দেশ জনতা সকল
যেন পালা বদলেরা।
জোর যার তখন ক্ষমতা তাদের কি কিসের
চিন্তা-ভাবনা দেশের?
জনতা রসাতল রাজা-বাদশা-হরিহাম-হরি
ভগবান ভাগ‍্যে ওদের।
পায় যেন কি আর্শিবাদ ঈশ্বরও ওদের রয়
শুধু আল্লাহ্ বাংলার..
সাধারণ জনতা হ্নদয়ে একান্ত ভরসা রয়
বিধাতা ব‍্যতীত আর..
কেউ কোন সরকার এই দেশ জনতা ভাগ‍্য
উন্নয়ন দেখার নেই।
আজও তাই চলছে দেশ স্বাধীনতার পঞ্চাশ
বৎসর অতিবাহিতেও।
*************
এগারতম পর্ব পাঠে আহবান রইল।