দেশ যেন এক অভিনব রাজপ্রাসাদ
কেমন যেন লোভ!
প্রাসাদ ভোগ মত্ত হতে কে না চায়
আমারও ভন বলে।
কি বলে জানে সকল হই যেন রাজা
প্রকৃত অর্থই অজানা।
রাজা মানে দেশ জনতা নিয়ে রাজা
রাজ‍্য ভার দায় জনতা।
আমি কি পারবো এতো বড় দায়িত্ব
পালন কত মুখ চাওয়া!
সেই দিক বিবেচনায় মাথাটা খারাপ
ভাবনা যেন ঘুম নষ্ট।
রাজা হওয়ার সাধ ইচ্ছা পোষণ কষ্ট
আসল কি আমি যোগ‍্য?
দেশ চালনায় প্রয়োজন সৎ-যোগ‍্যতা
আছে কি আমার সেই....
নিরপেক্ষ যোগ‍্য মন-মানসিকতা হ্নদ?
এমন অধিকার সে যোগ‍্য!
লোভ-লালসা থাকবে দেশ উন্নতিতে
সেই প্লানার চায় দেশ।
সার্বভৌমত্ব সুরক্ষা নেতা-নেতৃত্ব তো
এক অবিস্মরণীয় রাজ‍্য!
দায়-দায়িত্ব পালনে অনন‍্য শোভামন
প্রজাপূজারী দেশ জননেতা।
কল‍্যাণকামী ঐ'রকম হলে রাজা মন
দেশজনতা জনপ্রিয় সর্বাগ্রে।
তাই তো হাজার ফুলের মধ‍্যে অম্লান
রাজা ও নেতৃত্ব সহজ নয়।
সেই দিন হব যোগ‍্য যেদিন সভ‍্যতা
বুঝবো মন-প্রাণ-হ্নদয়ে।
তবেই আমরা মানুষ; মানুষের রাজা
এ'দেশ বাংলার সাধারণে।
**********************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে সাতাশ পর্ব পাঠে আহবান রইল।