ধর্ম ইসলাম মুসলিম জাহান সেরা ধর্ম
মুসলিম নাম জবান।
চরিত্র গঠন দেশ সেরা মুসলমানেরা
কোথায় তোমরা মুসলিম?

ধর্ম নাম মুখে কর্ম ধর্ম অসভ‍্য অন্তর
কেমনে পালন ধর্মবোধ?
ধর্ম সদাসত‍্য মানব চরিত্র গঠন পন্থা
মুসলিম পবিত্রতা সেরা।

এমন সেরা হয়েছি আমরা কর্ম ফল?
ধর্মান্ধ লেবাজ বাজী!
আড়াল রত মনপাগল যা খুঁশি তা করি
ইসলাম ধর্মে অসভ‍্যতা।

মুসলিম জবান রক্ষা প্রতিটি ঘর মানুষ
তারাই সততার মুসলিম।
পালনে ধর্মীয় আচারানুষ্ঠান কত মহত্ত
চারিদিক আকাশ বলবে..

পাতাল বলবে, দেখ সমস্ত জনতা ওরা
মুসলিম আল্লাহ্ অনুসারী!
কতটাই সত‍্য-নিষ্ঠার পথিক পথ চলছে
যেখান-সেখান চলমান'

সভ‍্যতা চলন বলন আল্লাহ্ প্রীতি ভক্তি
অপূর্ব এমন হতাম...
যদি আমরা একই কাতার পূর্তি সালাত
সভ‍্যতার বিকাশ পেতাম।

দেশ জনতায় মিলেমিলে রইতাম সদা
সেই মুসলিম আমরা..
কোন হব এ'ধরা বাংলার বুকে প্রকৃতই
দেখা মিলবে আসল...

আল্লাহর প্রদত্ত প্রেরিত পবিত্র ধর্ম গ্রন্থ
কুরআন মাজিদ তাৎপর্য!
শুদ্ধির শুদ্ধতা ধর্ম নাম জবান পরিমার্জন
নৈতিকতা সংরক্ষিত শিক্ষা।

দেশ নিয়ে ভাবনা কত জন করছে খেলা
অনৈতিক চেতনা ধর্মমুখে।
ঐ'সকল নীতিবাজ কিসের ধর্ম কিসের
নৈতিক মানবিক দিক?

শিষ্ঠাচার স্বর্গীয় সেরা আসল নকল কি?
তাই আমরা অজানা।
কতকথার বুলি মুখ আছে তাই যে বলি
মুখের মূল‍্য অজানা।

মুখ হল মানব জীবন চলমান বোধদ্বয়
আবেগ প্রকাশ কর্মধর্ম।
জ্ঞানাহরণ প্রকাশেরই সহায়ক অধ‍্যায়
মন্দকর্ম ব‍্যবহার নয়।

মানুষ মহান মানবতার তরে তাই ধর্ম
শিক্ষায় কল‍্যাণ বলা।
দেশ কল‍্যাণ মানবতার কল‍্যাণ করি
দেশের কল‍্যাণ সুকর্ম।

দেশ-মাতৃকারই তরে রক্ষায় ধর্মবর্ণ
নির্বিশেষে স্বীকার ঐ'রব।
*********************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণ আগামী বত্রিশ পর্ব পাঠে আহবান রইল।