দেশ ও দেশ মানুষ আমরা করছি বসবাস
সংখ্যাগড়িষ্ঠ্যতা যে দেশে যে ধর্ম লোক!
তারাই গণনায় সংখ্যায় সর্বাধিকার গণনা
সেই হিসাবেই দেশ চলমান দেশ জনতা।
ধর্মীয় আচার অনুষ্ঠান বিশেষ দিকগুলি রয়
মহৎ জীবন মান মানবতা বিনোদন শ্রেয়।
বহু বছর ধরে দেখে আসছি অনেক দেখতে
হয় মানুষ মানুষকে এ'ধরণীর বুকটিতে।
কি যে ধর্ম ধর্মীয় মানুষ কোথায় প্রকৃত সত্য?
ধর্ম কেমন করে করছে করছি পালন মনুষ্য?
স্বর্গ পেতে স্বর্গ খুঁজে ফিরতেই অধর্ম পালনেই
সদা ব্যতি ব্যস্ততা সদাসর্বোক্ষণ দেখছি।
আসলেই কি আমরা ধর্ম বুঝি চলছি কি বুঝেই?
ধর্ম শিক্ষা অর্থই প্রকৃত মানুষ জ্ঞান মনুষ্য!
অতি উত্তম অভিনন্দিত অনুপ্রেরণা অনূগামী মন
সেই মন প্রাণ সর্বদাই জাগ্রত জাতির তরে।
সুন্দর বিলাপ বিকাশ মান রচনা একে অপরের
সেই সম্প্রতিই ধর্মজ্ঞান অর্জন তাই'ই বলে।
ধর্ম জ্ঞান ব্যতিত মানুষ কখনো সঠিক মানুষত্ব
লাভে ধন্য হতে পারে না এ'ধরণী'র ধরায়।
ধর্মজ্ঞান হীন মানুষ অবাধ্যতা আল্লাহর সেই না
তারা ঐ'সকল মানূুষরা কেমন করে ধর্মীয়?
****************************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাকে আগামী তেতাল্লিশ পর্ব পাঠে আহবান রইল।