তোমরা ধর্ম নিয়ে অনেক হাদিস কুরআন
আলোকময় প্রাণ দীপ্ত কথা বল।
বহু ব‍্যাখ‍্যা দেও লোক সমাজ জলসায়
সত‍্য আড়াল তোমরা কর ছলনা!

কেন এমন মন প্রাণ হ্নদয় আত্মার স্পন্দন
ধর্ম কি তাই বলে করতে ছলনা?
মানুষ মানুষকে আসল নকল বুঝতেই ধর্ম
সুশিক্ষার্জন মানুষ মানুষেই ভেদ!

বিভেদ ফেলে সঠিক ও উত্তম পথের পথিক
যখনই হতে শিখবে ঐ'সুশিক্ষা ধর্ম।
বেধর্ম চর্চা মন মানুষ কখনো হতে পারে না
ধর্ম-নীতির নৈতিক মানুষ জীবনধারা।

অনেকেই রও ধর্মে ধার্মিক; বেশ তো তবে ঐ'
ধর্ম মন জবান কেমনে কর বদনাম?
নিজেরাই বল গিবৎকারী শয়তানের বড় ভাই
এমন কি বিধাতার অভিষপ্ত পশুর...

নাম মুখে নেওয়াও হারাম বলে ঘোষিত তবে..
কেন! তোমরা ভুল সংশোধন রত!
করবে না দশ জ'না বদনাম একে অপর ঐ'মন
সেই লোক মন মানুষ ধার্মিক ধর্ম!

সেই ধর্ম ধর্মীয় লেবাজ পরিহিত করে থাক কেন
ধর্মীয় জলসা, জনতা মঞ্চ একে...
অপর নাম ধরে বদনাম দেশ জনতার উন্নয়নের
কথা ওয়াদার বালাই তো নেই'ই।

শুধু ছেলে খেলার গল্প চটক-বাজ হাবা-জাবা
আক্রোশ কথা ক্ষ‍্যাপা প্রতিশোধ‍্য!
সেই সকল মানুষ লোভ-লালসা কি করে ধর্মীয়?
ধর্ম চেতনাবোধ সুন্দর মন মানুষ?
*************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণকে ছত্রিশ পর্ব পাঠে আহবান রইল।