বিধাতার বিধান শর্ত রীতি নৈতিক শিক্ষা
অপূর্ব অনন‍্য মানবতা শিক্ষার্জন!
মানুষকে মানুষ হতে শিক্ষা ধর্মীয় জ্ঞান
অর্জন মধ‍্য দিয়ে মানবতা দীক্ষা!

সেই শিক্ষা বিদ‍্যা মনুষ‍্যত্ব তৈরি ধর্মবোধ
মানুষ মানুষেরা সৌহার্দ পূণ্যের।
আপন পর সুশিক্ষার অবতারণ এ'ধরণী
আজ আছি কাল থাকবো কি মানুষ?

দুনিয়া-আখেরাত শিক্ষার্জন ধর্মজ্ঞান শক্তি
সকল মানুষ এক অভিন্ন পৃথিবীর।
আমরা সুখ-দুঃখ সহমর্মিতা সহমত পোষণ
হানা-হানী, অপর ধ্বংস স্বার্থসিদ্ধি!

লোভ-লালসা-নিপীড়ন-নির্যাতন-অমনুষ‍্যত্ব
পরিচয় মানুষ কখনো ধর্মীয় নয়।
হতে পারে না বিধাতার বিধান মত মানুষ
অন‍্যায় করে মানুষ কার সঙ্গে বলি?

মানুষ-মানুষেরই সহিত অন‍্যায় অত‍্যাচার
এক মানুষ হতে সিনায়ে অপর সেবা।
কি যে সেবক দান বীর প্রশংসা মানুষেরা
আমার খুব ঘৃণা লাগে কেমন ধর্মীয়?

মানুষ কখনো কি হথে পারবে অপূর্ব পাপ
ব‍্যতিত মানুষ ভনুষ‍্যত্ববোধ জাগ্রত?
জাতি অসাধারণ চেতনাবোধ হ্নদয় মানুষ
সেই মানুষ যখনই তৈরি হতে সক্ষম।

তবেই দেশ জাতি নিরাপদ শান্তি বিবেচ‍্য
বিজয় ধর্মেরই এক বিধাতা মান‍্য।
ধর্মের জ্ঞান অর্জন ধর্মীয় লোকেরা কখনো
অমানুষ হয় না আর যারা হয় সেই....

সকল মানুষরা কখনো ধর্মীয় মানুষ হতেই
পারে না। ধর্ম সুশিক্ষা মানবতাবোধ!
নিজকে যেমন ভাল জানা তেমনি অপরকে
ঐ'সকল মানুষ ধর্মীয় সমাজ সচেতন।
************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ ঊনচল্লিশ পর্ব পাঠে আহবান রইল।