যত সব সমস‍্যা; ততোই হল অসততা মন
যত সব অপকর্ম; সবই অনিয়ম কারণ।
যত সব অসভ‍্যতা; সবই দুষ্টমনের চাহিদা
যত সব লোভ; সমস্ত পাপ কর্ম ফলেই।

যত সব ভেজাল; হিংসারই মূল কারণ তাই
যত সব বিলাস; অসভ‍্যতারই পরিচয়।
যত সব ধণাঢ‍্য; মানুষ মানুষ ঠকায়ে ধণাঢ‍্য
যত সব গড়মিল; অমিলের সংস্পর্শেই।

যত সব রং-তামাশা; সবই বেহিসাবী চিন্তায়
যত সব অনাচার; বড় হতে চাওয়া ফল।
যত সব কুকর্ম; বিচার অবধারিত অপেক্ষামাত্র
যত সব চাওয়া; অযোগ‍্যতায় অনাকাঙ্খা।

যত সব চর্চা; অপ্রিয় ভাবনা মূল অর্জন অদেখা
যত সব কথা; অপ্রয়োজনীয় অযথা অপচয়।
যত সব রীতি; সংকল্প পরিহার অপদার্থ ভাব
যত সব নীতি; আসল ছেড়ে নকল গুরুত্ব!

যত সব হাসি; মুক্তি মেলে কি সকল হাস‍্যের
যত সব আনন্দ; এক হয় কি এ'ধরণীতে?
যত সব প্রেম; সব প্রেম ধর্ম শুভ-সূচনা হয় কি?
যত সব অজ্ঞতা; গুড়ামী ভরা মানুষ অমনুষ‍্য।

যত সব অনিয়ম; ধর্মীয় চেতনা জ্ঞানবোধ অন্ধত্ব
যত সব চাকচিক্ক; কতটূকু স্থায়ী দেখুন দেখি?
যত সব চাওয়া; প্রকৃতই চাই কি নিয়ম-রীতিতে
যত সব পাওয়া; পাই কি সকল মানুষ সদা?

যত সব বিনোদন; হচ্ছে কি ধর্ম মেনে ধর্মী রীতির?
যত সব শিক্ষার্জন; কোথাও লেখা নেই মন্দ!
যত সব অর্জন; উচ্চতর ডিগ্রী পদ-পদবী ধর্মজ্ঞান
যত সব দেখা; কাউকে পেতে পারি না ঐ'

যত সব পোশাকী; পোশাকের আড়ালে কি করছে?
যত সব দেহ; কষ্ট দিচ্ছে দেহটা অপকর্মে।
যত সব রকম; দেশ ধর্ম ও জনতা হচ্ছে কি ধার্মিক
যত সব হিসাব; ধর্ম জ্ঞানহীন সিন্ধুক বিহীন'

যত সব সংকল্প; এক আশ্চার্য তালা হয় কি ধণাঢ‍্য?
যত সব মনবল; এই ভাল এই মন্দ হেয়ালী।
দেশ ও দেশ মানুষ কেমনে সুখী হবে ধর্ম গোড়ামীর
সঠিক জ্ঞান সঠিক বুঝ ধর্ম-কর্ম যথার্থতায়।
******************************
প্রিয় কবি ও সাহিত‍্যিক এবং পাঠক-পাঠিকাগণ তেতাল্লিশ পর্ব পাঠে আহবান রইল।