আমার মনে হয় অজানা রয় আমার ধর্ম জ্ঞান
অনেক লোককে দেখতে পাই!
অপর হতে ছিনায়ে নিজ হচ্ছে ছিনতাইকারী
কখনো সখনো হাইজ‍্যাককার!

অপর দিক দেখা শোনা ও জেনেছি স্বচোখে
অসৎ টাকা-পঁয়সা দান-ছাদকা।
কতমন কত রঙের মানুষ হ্নদয় খুব ভয়েই
থাকি জীবন চলার পথ চলাচল!

প্রকৃত উপার্জন যৎসামান‍্য লবণ ক্রয় পানতা
খেতেই সংসার নামক পদচারণা।
কত কষ্টকর জীবন অর্থাকষ্টের ভাবনা শেষ
হয়েও হয় না শেষ এ'ধরণী পথ।

সেই লোকগুলিকেই দেখতে পাওয়া হঠাৎ
অর্থ জৌলুস ভরপুর সেবামন।
বাড়িতে ঢাক-ঢোল পিটানী সরগরম সূর
সূরেলাতাল হ‍্যাডাম ম‍্যাডাম!

কত যে শোভা ছড়ানো বেশ বিলাস দেখা
জানি না নেই জানা আমার ঐ'
লোকরা মসজিদ-মন্দির-উপাসনালয়ের
উন্নয়ন সংস্কার কার্যে দান।

ওরা কি ধার্মিক নামাজ কায়েম করে কি
প্রতিদিন পাঁচ ওয়াক্ত জানি?
কোথায় ওদের দান সেবা গ্রহণ বিধাতা
রাখছেন সদা নোট তালিকা?

বিধাতা অন‍্যায় অপ্রিয় মানুষ মানুষকেই
ঠকানো করেন না পছন্দ।
বিধাতার বিধান পালন সুশিক্ষা গ্রহণেই
ধর্মীয় লেবাজ ধর্ম চেতনা!

বিধাতার নাম সুপ্রচার সর্বত্র জনতাতেই
কেমন করে গ্রহণ সন্মত?
রাজি করায় ধর্ম প্রচার দায়িত্ব-পালনীয়
ঐ'সকল ধর্মনাম অধর্মরা!

বিধাতার বিধান স্পষ্র্টতঃ উল্লেখিত রয়
কোন অধর্ম অসভ‍্যতা নয়!
সদা-পবিত্রতা বজায় সভ‍্যতারই পরিচয়
ধর্ম-কর্ম-সুআচরণ-ব‍্যবহার!

সর্বক্ষেত্রেই মানবতা প্রকাশ মানুষ মনুষ‍্য
সেই সবই নিরবিচ্ছিন্ন মনটি!
সভ‍্যতা বিকাশ বিলাপ সুউচ্চমান হ্নদয়
মানুষ মানুষের তরে সদাচারণ।

তবেই সুখের পরশ দেশ-দশ-এ'ধরণী
ধর্মীয় দ্বীক্ষার সবুজ ছায়াতল।
***********************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে একচল্লিশ পর্ব পাঠে আহবান রইল।