ধর্ম এক অনন‍্য পাওয়া; শিক্ষণীয় মানব জীবনবোধ'
অসাধারণ অপূর্ব চমৎকার জীবন প্রাপ্তি।
একমাত্র ধর্মীয় শিক্ষা ও শিষ্ঠাচার মধ‍্য দিয়েই রহিত
মহান সৃষ্টিকর্তার অকৃতম দয়া মানবতায়!

সেই ধর্মকে পুঁজি করে মানুষরা হয় যদি দিশেহারা
অক‍ল‍্যাণ অশুভ দেখা মিলবেই জীবন তটে।
সৌন্দার্য বর্ধন অভিনব চমৎকার কল‍্যাণ দুনিয়া ভরা
মানুষ করছে ভোগ-বিলাস সেথায় অনিয়ম।

সকল সৌন্দার্য বিনষ্ট লিপ্তেরত একশ্রেণির অমানুষ
হীনমন‍্য মন পশু চরিত্র ভর করে বসে যেন...
সমস্ত সভ‍্যতা বোকা বানায়ে মনে করে নিজেই ধনী
সমস্ত ধন-রত্ন-পতিপত্তি-জস-জৌলুস-চাই!

মন-প্রাণ-আত্মার-হ্নদয়-স্পন্দন-পেতাত্তা পরিচয়
সবই এক মানুষ হয়ে মন মধ‍্যে ভর করায়।
সত‍্যই কি সেই মানুষরা ধর্মীয় চেতনাবোধের হয়?
না না না কখনো না; হতে পারে না এ'ধরা।

ধর্ম কখনো বেধর্ম আশ্রয় দিতে পারে না ধর্ম-শিক্ষা
অর্থবোধকতা প্রকাশ পায় না জ্ঞান লব্দিতায়।
অপরাধ করে যারা ধনে ধনি বনে তারা কিন্তু প্রকৃত
ধনী ধনে নয়; হতে পারে না বিধাতার পক্ষ...

প্রাপ্তি খুঁশির আলোক রশ্মি বর্তিকা শোভা মনটি এক
যা দেশ জাতি ধর্ম ধর্মীয় অনন‍্য পরিবেশ।
না কল‍্যাণ নিজ না পরিবার না দেশ জাতি যথার্থতা
কর্ম ফল মন্দ; সর্বনাশ সর্বশেষ সদা প্রাপ‍্য।
******************************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে একচল্লিশ পর্ব পাঠে আহবান রইল।