ধর্মীয় চেতনার অপূর্ব মুখ সেই মানুষ
কবে হবে তৈরি?
আমরা হব ধর্মীয় মানুষ একে অপর
সেই সেরার জন!

কোথায় আমরা মানুষ মানুষেরা বলি
ধর্ম কি শুধুই মুখ?
না অন্তর ঠাঁই হ্নদয় মধ‍্য গাঁথা মনুষ‍্য
ধর্ম কখনো অধর্ম!

সভ‍্যতা প্রকাশ পায় না মানুষ অমনুষ‍্য
এমন কোন অপকর্ম!
সাপোর্ট করে না ধর্ম সকল মানুষেরা
ইসলাম ধর্ম শান্তির।

অতুলনীয় মুক্তি স্বাধীনতা জীবনবোধ
সেই মুক্তিরই ডাক...
অসভ‍্যতা সমাজ হতে নির্মূল ডাক ধর্ম
ইসলাম শান্তি ছায়া।

সকল মানুষ সমান এ'ধরণী সুশৃঙ্খল
সেই ডাক'ই ডাকে!
মদ, জুয়া, মিথা, জুলুম, অমনুষ‍্যত্বের
কর্মকান্ড নয় মনুষ‍্যত্ব।

জীবন চেতনাবোধ জাগ্রতেই ধর্মীবোধ
জ্ঞান দীপ্ত মানেরই!
ইসলাম ধর্ম করেছে নিষেধ অসভ‍্যতা
দেখা মিলবে মানবতা।

মানুষ মানুষ প্রতি সুন্দর পরিবেশ সুখ
মহব্বত পরিবার পরিজন।
একমাত্র ইসলাম ধর্মই বিধাতার বিধান
সেরা ধর্ম বিশ্বায়ন।

সেই ধর্ম লোকরা পেলে স্থান রক্ষার্থের
মন-প্রাণের ধারণ।
আল্লাহর হুকুম ও রাসূল (সাঃ) এর 'ঐ
পক্ষ আল্লাহর হুকুম!

পালন প্রচার সভ‍্যতা সব সময় বজায়
কোন অবস্থায় অবহেলা...
অবকাশ নয় এ'ধরণী যুগ-যুগান্তরের
ঐ'একই রকম চলমান।

আর সেই সকল ধর্মীয় চিন্তা-চেতনা
শক্তিশীল মানুষ ধর্মীয়।
অন‍্যথায় অধর্ম মিথ‍্যা রচনা রটনার
ধর্ম সাপোর্ট করে না।

ধর্ম নিয়ে মিথ‍্যা রটনা করে যারাই
সেই তারাই ধর্মনষ্টরত!
হিংসার কোন লেষমাত্র বরদাস্তের
অবকাশ অদেখা ধর্মে।

ধর্ম ব‍্যাখ‍্যা নানান মানুষরা আমরা
দিয়ে থাকি নানান...
আসল কথা কি আমরা জানি কি
ক'জনা সঠিক তথ‍্য?

সেই সকল মানুষরাই বলি নানান
ধর্মীয় কথার কথা।
বলা শুনলে মনে হয় ধর্মবিজ্ঞজন
প্রকৃত পক্ষেই নামাজ

রোজা ধর্মাজ্ঞান শূন‍্য কোটাতেই
নৈতিকতা ধারণ অধৈর্য।
লজ্জ্বা শরম লোভ লালসা পরচর্চা
পরের জমিন পরনারী!

চোখ সামলাতে সংবরণ লালসিত
সামাল দিতে অপারগ।
সেই তোমরা আবার কিসেরই ধর্ম
কথা বল পালনে?

লজ্জ্বা আমার মাথা নত এ'ধরণী
তোমরা কি বল?
তোমাদের জীবন কি ঐ'লজ্জ্বার
অবকাশ হয় না?

সকল ধর্মেই দেখা অসভ‍্যতার
পরিচয় কেন বলি?
ঐ'দিকে ধর্ম নিয়ে করতে দেখা
হায়'রে মানুষ অসভ‍্য!
******************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ সাঁইত্রিশ পর্ব পাঠে আহবান রইল।