কেন ধর্ম চেতনাবোধ জাগ্রত জাতিতে
ধর্মপালন সভ্যতা বজায় রক্ষা।
ধর্মপালন বিদ্বেষ নয় এমনই ধর্মকথা
ধর্মীয় বিধান প্রথিত রয়েছে।
কেন মানুষ সুন্দর শিষ্ঠাচার অহেলায়
মনরত নানান পথ ধরছি?
কেন বলি শুনি দ্বিধা-দ্বন্দ ভরা মানুষ?
কোথায় লেখা রয় দ্বন্দের?
সুশিক্ষার্জন পরিবার নীতি-নৈতিকতা
পরিশুদ্ধিতার পরিচয় বহণ!
চৎমকার অনন্য অসামান্য বহিপ্রকাশ
ধর্মই জঙ্গল হতে উত্তরণ!
মানব জাতির জীবনকে করেছে এক
অভিন্ন সুন্দর সুশৃঙ্খল বাস।
যারাই যুগ যুগ করেছে অধর্ম সেই
স্থল পরিস্কার করেছে বিধাতা।
ধর্মীয় গ্রন্ব প্রেরণ মধ্য দিয়ে সুশিক্ষা
মানুষ যদি হয় অসভ্যের।
সেই মানুষই ধ্বংস হবে এ'ধরণীতে
অধর্মের কুফল হারাবে সব!
না পাবে দুনিয়া সুখ-শান্তি না ঐ'পার
সেই সুন্দর শিক্ষাই ধর্মগ্রন্থ!
মহান মানবতায় বিধাতা অবিস্মরণীয়
বিশ্বের দরবার স্বীকৃত তিনি!
মানুষকেই সুন্দর শিক্ষার দীক্ষা অনন্য
বিকাশ বিলাপ জ্ঞাপন উন্নত!
সুকৌশল মত বিনিময় শিষ্ঠাচার প্রকাশ
কৌশলাদি'র এক অসাধারণ
সমাজ সামাজিক আচার-আচরণ সভ্য
মানবতা সুখ-শান্তির পরশ।
তাই তো ধর্ম অবচেতন বোধ মানুষরা
অজ্ঞতার পরিচয় বহন অন্ধত্ব।
মেনে নেওয়া যায় ধর্ম ব্যবসা মানুষরা
ধর্মই সমস্ত অমানুষ শিক্ষনীয়।
ধর্মীয় শিক্ষা শিষ্ঠাচার ব্যতিত মানুষরা
কখনোই সুশিক্ষা প্রকাশ নয়।
**********************
প্রিয় কবি-সাহিত্যিক ও পাঠক-পাঠিকাগণকে সাইত্রিশ পর্ব পাঠে আহবান রইল।