দেশ প্রেম নাগরিক কে সেই জন জনতা দেশ চায়
আমরাকখন হতে পারব দেশপ্রেমি?
দেশের সুনাগরিক কতটা প্রয়োজন দেশই বোঝে
দেশ যখন অসভ্য নাগরিক বহিঃশত্রু প্রতি ঝোঁকে
নিজস্ব জ্ঞান-বুদ্ধির অভাব শত্রু সম্পর্ক।
সেই নাগরিক কখনো দেশপ্রেমিক হতেই পারে না
নিজ দেশের সামান্য একটি বালুকণাও নয় ধ্বংস
সেই সন্তান সুনাগরিক দেশ কামনা করে।
আর ঐ'সকল নাগরিকরাই দেশ-প্রেমিক সুনাগরিক
সভ্যতা বিলাপ-বিকাশ অনন্য দেশাত্মাবোধক ভিত্তি
পরচর্চা অপর দেশ নিন্দা অযোগ্য ওরাই..
দেশদ্রোহী অপদার্থ রুগ্ন মৌণ্যতা শত্রুদল ভূক্তদের
মদদদাতা। ওরাই দেশের প্রকৃতই শত্রু। দেশপ্রেমিক
কখনোই নয়। দেশপ্রেম সুনাগরিক সদাকাম্য।
*******************************
বাণী: লোভী লোকেরা কখনো সুনাগরিক তো বাড়ির কাছে! ঈমানদারও হতে পারবে না। যে সকল নাগরিকেরা দেশপ্রেম বোঝেন না। সেই সকল নাগরিকেরা আল্লাহর প্রকৃত বান্দাও হতে পারে না।