এই দেশে জন্ম আমার
এই দেশ আমার।
এই দেশের মাটির ফসল আমার
আলো বাতাস নদী নালা খালবিল
হাওড় বাওর জলাশয় সমূদ্র সবই।
অর্জিত স্বাধীনতা সুবজ পতাকা তল
মাথা গুঁজা ঠাঁই আকাশ নিচে আশ্রয়।
মায়ের আঁচল মায়া মাখা স্নেহ পরশ
শান্তি সুখ আশা প্রদীপ শোভায় ভরা।
সবুজ শ্যামল পাহাড় পর্বত ফল সম্ভার
আমিষ সুষম খাদ্য পুষ্টিগুণ এই দেশেই।
পদ্মা নদীর হিলিশা মাছ (ইলিশ) অমূল্য
সম্পদ সমদ্র বন্দর শোভা ছড়াতে উন্মুক্ত।
এই দেশ আমার আপনার সকল মানুষের
আমরা বাংলাদেশী এই দেশ আমাদেরই।
আমার আমাদের দেশের একটি সম্পদও
নষ্ট হতে দিবো না কোন মূল্যেই আমরা।
দেশ প্রেমিক দেশাত্মবোধক মনটিতে এক
হতে হবে সব কিছুর উদ্ধে নিজ দেশপ্রেম।
মানুষের মত মানুষ হতে হবে গর্বিত মনুষ্য
অর্জিত জীবনমান মর্যাদা দেশ প্রাপ্তিতে।
তবেই দেশ প্রেম জাগ্রত জাতিগত আস্তা
এমন দেশ প্রেম সন্তান দেশের জন্য কাম্য।
**************************
বাণী: দেশ প্রেম তো সুনাগরিক সূসন্তান পরিচয়। আর দেশ সেই সকল নাগরিককেই চায়।