ধর্ম কি বলেছে কখনো কোন মানুষকে মন্দ কর্ম করতে
কেন মানুষ ধর্ম পালনেও মিথ‍্যা রূপ ধারণ করছে?
কেন'রে মানুষ এমন করে করছো খেলা নিজকে নিয়ে
হচ্ছ নিজ ক্ষতি করছো পরিবার প্রজন্ম দেশ রসাতল।

বুঝ কি মোটেও হবে বিবেক বুদ্ধি সুচৈতন‍্যের বোধদ্বয়ে
মানুষ পরিচয় দেই আমরা সকল দেশ জনতা সর্বত্র।
আসলেই কি আমরা চলছি মন হতে ভাল মানসিকতা?
কোথায় ধর্ম বলেছে মন্দ সঙ্গ কর; সঙ্গ দিতে অসৎ?

মন্দ অপকর্ম করে, সেই মন যেতে দেখা মসজিদ ঘর
আমার তো ঠিকই লজ্জ্বা দেখা দেয় মনটিতে খুবই।
মন বলে অন‍্যায় করিস না মন্দ কর্ম' করলে কেমন কি
করে জবাব দিবি পবিত্র খানায় যেয়ে আল্লাহর দরবারে?

সেই প্রশ্ন মাথায় চাপলেই কোন অন‍্যায় হয় না হ্নদয়।
সত‍্য কথা কি প্রকৃত আল্লাহর বান্দা ন‍্যায় নীতিবান ব‍্যক্তি
সত‍্য পূজারী মুখোশ পরিহিত ব‍্যতীত ধোঁকা দেয় না।
নিজকে দেয় না; দিবে না আল্লাহকে! দিবে না বান্দাকে'

লোভ-লালসার লোকেরা পরচর্চা বশবর্তীরা নয় তো
কোন ক্রমেই আল্লাহর বান্দা এ'ধরণীর বুকটি চলমান
বসবাস করছে ঠিক অমানুষ অসভ‍্য নাম প্রকাশেরই।
সেই সকল মানুষ দ্বারা দেশ জাতি ক্ষমতা পরিচালনা
কেমন করে সভ‍্যতা আসবে বাংলার প্রতিটি জনতা?
*******************************
প্রকাশ থাকে যে, প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে তেত্রিশ পর্ব পাঠে আহবান রইল।