এ কেমন কথা; কোন দেশ জনতার!
বলি কথা কার সাথে কে রয় শুনবে?
আমি এই দেশেরই বাংলার সুসন্তান
ভালোবাসী বাংলা-বাংলার মাটিকেই।
প্রায় আঠারো কোটি বাঙ্গিলী এ'দেশ
এসো ভাই-বোন সকল দেশ জনতা!
এই দেশ তোমার আমার জন্ম ভূমি
সবুজ-শ্যামল ঘেরা অরণ্যালয় নীলা।
নদী-নালা-খাল-বিল-হাওড়-বাওড়
পদ্মা-মেঘনা-যমুনা-শীলক্ষা-মধুমতি
সমারোহ ভরপুর এই সোনার বাংলা
কত স্বপ্ন আঁকা এ'দেশ বাংলা মাতৃত্ব।
এসো ভাই-বোন-সাথী-প্রতিবেশীরা
এসো পড়া-লেখা শিখি উত্তম রূপে!
হই মানুষের মতন মানুষ দেশ গড়ব
মোরা এক সাথে সুন্দর স্বপ্ন আঁকা!
অনাবিল সুন্দর মনোরম পরিবেশে
গড়ে উঠবে আমাদের প্রজন্ম ধররা।
দেখে যাবো সুকর্ম পরিবেশ এ'দেশ
কত সুন্দর সবুজ-শ্যামল সোনাভরা।
করবো না কভু ঝঞ্জা-ঝগড়া-বিবাদ
কারো সাথে জীবন গড়ব হাসি-খুঁশি!
সুখ-বেদনা-মানব-মানবতা-প্রকৃতি
সেই শুধু কষ্ট নয়তো মানুষ মানুষে।
কোন রাজনৈতিক সহিঞ্চতা নয়তো
উদ্ভাস-রেটিনা-আইডিয়াল-ঊষামন!
বিদ্যতাপূর্ণ অসাধারণ মননশীলতা
দেশ প্রেম ভরা বাংলা মা সন্তানরা।
××××××××××××××××××
বাণী: দেশ প্রেম তো তারাই জানে। যে সকল সন্তানেরা কোন প্রকার স্বার্থ ব্যতিতই দেশের জন্য নিবেদিত ও একনিষ্ঠ্য কর্তব্য পরায়ণ। কোন অবস্থাতেই নিজদেশ তথা বৈদেশেরও অকল্যাণ চান না। প্রকৃত পক্ষে ঐ'সকল সন্তানেরাই দেশ প্রেমিক।