আসুন চলিতে ছুটে
যাই বানভাসী দলে।
মানুষ সবাই সমান
যাহাই পাইনা কেন!

পারিনা কেন ঐ'সব
একত্রে দু'চার জনা'
যাকেই যতটা সম্ভব
শুকনা খাবার চিড়া'

মুড়ি নে-রে খাবার!
ক্ষুধার ভীষণ জ্বালা
আশ্রয় স্থল প্রেরণে।
হইতে হইবে সহমত
মন মানবতা মনুষ‍্য।

অপূর্ব লেখা প্রকাশ
মানবতা তরে কাব‍্য।
ভালো লাগা রইল
হ্নদয় মাঝে শান্তনা।

অভিনন্দন তাই রপ্ত
অনুপ্রেরণা হ্নদ প্রাণ।
বাংলা যেন মানবতা
মানুষ একে অপরের
যথার্থ প্রকাশ সতত।

ভাল লাগা জনতায়
দেখা সাক্ষাৎ সর্বত্রো।
আমরা করবো জয়
আমরাই সকল মিলে।

প্রতিবেশী আপন পর
বসবাস সুখে-দুঃখের।
এসো এসো ভাই-বোন
চলি মোরা একসাথে।

ভয়ের কোনই কারণ
থাকবেই না সংশ্বয়ের।
সভ‍্যতা বিকাশ বিলাপ
মানুষ বিপদ সন্মুখিন!

বিধাতার এক অভিন্ন
নিয়ম চেতনা জাগ্রত।
মানুষ শিক্ষাগ্রহণ কর
শত বিপদ জ্ঞানালো।

শুধরে নিতে শিখতেই
তবেই আমরা শুদ্ধির'
চমৎকার অপূর্ব মনুষ‍্য
নয়তো শুধুই অসহায়।

প্রাপ্তির অনন‍্য মানুষ
চলো বোন-ভাইয়েরা।
যাই মানবতায় দেখা
বিধাতার খুঁশিতে হই!

সহমত চিরন্তন সত‍্য
কল‍্যাণ সুপ্ত প্রতিভা।
শুভকামনা সদা সর্বা।
************
বাণী: কবিতাটি বন‍্যায় কবলিত আসহায়ত্ব মানূষদের নিয়ে রচিত। জীবনবোধ মানবতাবাদীতার তরে। আমরা সবাই মানুষ রইবো একে অপর পরস্পরা। সেই মানুষরাই সেরা যাদের যতটুকু সহায়ত্ব রয়। সেই হতেই যৎসামান‍্য দান করে বন‍্যার্তদের পাশে দাঁড়াবে। তারাই দানবীর এ"ধরা।