স্বাধীনতার পর হতে কানে শুনতে পাই
দেশ স্বাধীনতা কেহ মানে আবার কেহ'
মানতেই চাইছে না।
এই দেশেরই স্বাধীনতা ছায়া তলে জন্ম
ভোগ করছে একই লাল-সবুজ-পতাকা
ভোগ করছে সবই নাগরিক সুবিধাবলী।
তার পরেও যেন কোথায় শৈর্য করতেই
অপারগতা একে অপর এ'ধরার বুকটি
কোথায় গড়মিল দেখা!
একশ্রেণির দেশ জনতা করে মনে ঐ'
সমসাময়িক দেশ জনতা সঠিক ভাবে
দেশ স্বাধীনতা লাভে ধন্য।
যারা করেছে সহযোগিতা সেই সকল
দেশ সহযোগীরা ওরা হয় বন্ধু স্বজন
অন্যরা মিত্র হলেও শত্রু মন।
কেমন যেন অভিনব শোষণ নিপীড়ন
সভ্যতা বিকাশ লাভ অন্তরায় দেশের
শুধুই দোষারোপ জ্ঞাপন সর্বত্র।
ব্লাক মেইল বলতে একটি শব্দ যেন
অর্থ ব্যতিতই চলছেই শোষণ শাসন
প্রেম এক অনভিপ্রেত দেখা।
যা কিছু রয় ভালোবাসা সব তাদেরই
স্বাধীনতা যেন পেয়ে বসেছে মহোৎসব
বিশাল বড় অবদান অপদার্থে।
দোষরদের সহিত হাত মিলায়ে অর্জিত
দেশ তো তাদের দৌরাত্মা সদাচারণ
কথা-বার্তা-লোভ-উপভোগ্যে!
খবরদারী তাই করছে শোষণ স্বাধীনতা
তবে কেন পশ্চিমারা কি দোষ করেছিল
ঐ'শোষণ নিপীড়ন কর্মে?
ইংরেজীতে স্টুল মানেই মল (পায়খানা)
এপীট ও পীট পার্থক্য কোথায় ওরে ঐ'
অর্জিত স্বাধীনতা দলবলেরা?
প্রশ্ন আমায় তথা সাধারণ জনতা দেশ
শত কঠিনতম বিদ্ধ করে হাজার রকম
চিন্তা চেতনাবোধতার তরে!
মাঝে মধ্যে অনেক কথা মনে ধরে কি
করে করি কাকে বলি বলবে সঠিক টি
সত্য ঘটনার আড়ালে প্রকৃত কি?
জীবনবোধ দেশ জনতা দেশ যেন এক
হদসছাড়া শোষণ শেষ থাকে না দেখা
ব্রিটিশ খেত নীল চাষ সিংহভাগ!
আর সেই স্থল দেশ নাগরিক অপ্রেমিক
অসাধুরা দেশ স্বাধীনতা নামক শোষণ
নিপীড়ন নির্যাতন স্বীকার করছে...
সদা-সর্বত্রে জীবনবোধ রচনা হচ্ছে কি
কোন লাভ দেশ তথা দেশ জনতা কই
সেই অর্থপূর্ণ অনন্য প্রাপ্তি জনতা?
চলমান...