কি আর বলিব দেশের কথা
মাগো আমার শোলক বলা!
কাজলা দিদি কই?
ভাল লাগে না কিছুই আমার
দেশ যেন কারো বাপ-দাদার
এমন দেশ নিজস্ব বলতে রয়?
বলি সকল জ'না জানতে চাই!
জানতে চাওয়া মুখটি খুঁললেই
জেল জরিমানা কেমন দেশটি?
সেই দেশ রাজনৈতিক দলবল
কত দেশপ্রেম কথা বলে শুধুই'
মিথ‍্যাচারিতা অনাচার মনোভাব।
ওদের রোষানল স্বীকার মানুষ
সর্বশান্ত ঘর-ছাড়া-বাড়ি-ছাড়া!
সেই মানুষ তারাই দেখায় রয়
সর্বত্র বিচরণ জনসেবাই নামক!
সর্বগ্রাসী ধ্বংস নিজ নিজ দলরা
দেশ দেশ জনতা দেশ শত্রু হাত।
ঐ'সকল দেশপ্রেম নাম কলঙ্করা
ওরা দেশের সন্তানই নয় অজন্মা।
না থাকে ওদের জন্ম পরিচয় না
মহত্ত্বতার ঠিক ঠিকানা আত্মার?
কোথাও ওদেরই আপন বলতেই
রয় কি কিছু মন জ্ঞানবোধ জীবন?
চলমান....