দেশ জনতায় দেখতে পাই
সকলেই কথা বলে।
মুখে হাসি অন্তর বিষ ভরা
তাদের মুখটিও ধর্ম!
কত কথা বুঝে না বুঝেও
শুনতে জানতে পারি।
জ্ঞান নারী যাই হোক ঐ'
দিক থেকে অজ্ঞতা।
শোনা কথায় ধর্ম চর্চা রত
সেই জ্ঞান কথাধর্ম।
বড় লজ্জ্বা পায় মনটি সেই
মনের কুঠিরে বিদ্যা!
ধার্মিকরা ধর্ম অর্জন গর্বে
দাম্ভিকতা অন্ধ মন।
শোনা কথায় তোর জোর
একদিন একবেলা..
নামাজ আদায় সেরা সেই
কে কাকে বলবে..
কি বলবে সে ধার্মিক নয়?
এই হচ্ছে ধর্ম বাজ।
লেবাজ সকল ধর্মেই এক
চলছে তো চলছেই।
আসলেই কি ধর্ম ঐ'তৈরি?
বিধাতার বিধান রয়!
সৃষ্টিকর্তা বিধান নাযিলের
নীতি-নৈতিক-নির্ধারণ।
আইন সমেত এক দলিল
অনন্য অপূর্ব মানবতা!
সুন্দর জীবনবোধ আলোর
সন্ধ্যান সুখী প্রত্যাশা।
কোথাও বিধাতার বিধানে
বলা নেই অসভ্যতা।
বলা নেই জোর জুলুম যুদ্ধ
মানব-মানবতা-ধ্বংস।
শুধুই উল্লেখ রয় সভ্যতার
সুশিক্ষা অর্জন দীক্ষা।
অন্ধকার পথ ছেড়ে আলো
পথ মশাল জ্বালাতে।
তবেই ধর্মীয় চেতনা জাগ্রত
দেশ মানুষ আলোকিত।
সমাজ ও দেশ ভন্ডামী মুক্ত
লোভ-লালসা-ত্যাগ।
অপূর্ব নীতি-নৈতিকতা চল
সকল মানুষ সমান।
দেশ-জনতা-নিরাপত্তা সর্বত্র
ধর্মীয় গ্রন্থে উল্লেখিত।
****************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত্যিকগণ পঁয়ত্রিশ পর্ব পাঠে আহবান রইল।