দিনের কথা দিনেই বলা ভাল
দিন হয় মানব জীবন শোভা!
সবুজ-শ্যামলে ঘেরা সৌন্দার্য
আমরা মানব জাতি তখনই!

যখন জানবো মোরা সতত
দেখবো জগৎটা মনটি ভরে।
দিন হয় সুবহে সাদিক হতে
প্রতিদিন সকাল: ৬:০০ টা!

রাত্র: ১২:০০ টা এক দিন
ভোর হতে জেগে মসজিদে
ফজরের আদায় শেষে যেয়ে
বাড়ি প্রভাত শরীর চর্চা করি।

এরই পরে গাঁ-গোসল সেরে
নাস্তা খেয়ে ছাত্র-ছাত্রী স্কুল-
কলেজ, কর্মজীবিরা অফিসে
রাঁধুনীরা রান্না ঘর যথার্থতা।

সব যেন এক অনন্য সুন্দর
মনোরম পরিবেশ দীপ্তমান!
এমন করেই আসবে সময়
ওয়াক্তিও নামাজ পড়া হয়।

খাওয়া-দাওয়া পর্বের কথা
জীবন-জীবিকা বলে কথা!
হাট-বাজার করতে যাইবে
সংসার যোগান দিতে মন।

দিনের আলোর কাজ সেরা
আমরা মানব জাতি সকল'
জীবন-যাপন এক মহত্ত্বতা
মায়ার বাঁধন অপূর্ব প্রাণটি।

হৃদয় আছে আত্মা মর্যাদা
সেই সাথে করতে পালনীয়
আচার-অনুষ্ঠান-উৎসব এক
সুন্দর বিনোদন দিন আলো।
××××××××××××××
বাণী: দিনের কাজ দিনেই করতে হয়। রাতের কাজ রাতেই করা উত্তম। মানুষ তার জীবনটাকে কূলস মুক্ত রাখতে অবশ্যই দিনের বেলায় স্বচ্ছ কাজ স্বচ্ছতার সহিত করা ও রাতের কাজ সময় মত ঘুম পাড়া। তবেই মানুষ অতিউত্তম চরিত্র গুণ এবং সুস্বাস্থবানসহ স্বাবলম্বী হতে সক্ষম। যা অতিউত্তম চরিত্র কর্মগুণ বিধাতা হতে প্রাপ্তিতে সহায়কও বটে।