রাঘব বোয়াল ঐ'সকল অসভ‍্যরা
যারাই যায় রাজ‍্য দখলে।
সেই তারাই ভোগ-বিলাশ মত্ত্বতা
কেমন করে দেশ হবে শান্তি?

সময় যেন বড়ই অসহায় এ'ধরা
পথের মধ‍্যেই পথ প্রতিরোধ!
রাজনৈতিকেরা পেটনীতি ভাবনা
দেশ কেমনে ঐ'দলবল হতে'

পাবে সেবা গরীব-দুঃখী-সুখ-দুঃখ
চিন্তা-উন্নয়ন এ'দেশ জনতা?
গরীব মানুষ তোমাদের বলছি শোন
জেনে রাখ তোমরা কখনো!

হবে না অসহায়; প্রকাশ করবে না
অবৈধ অর্থ লিপ্সতা স্বীকার।
কাজের জন‍্য বের হবে করবে বৈধ
রিজিক বলে কথা সেই কাজ।

কোন অনৈতিক নেতা কর্মজীবিদের
ধন-সম্পদ-অর্থ-বৈভাব-বিলাস'
দেখে মনে করবে না ওরা ধনী ভাল..
মানুষ পরহেজগার-হালে হুজুর।

অপরকে ঠকায়ে অন‍্যকে দান কোন
নিয়ম কোথায় বিধানে বলা রয়?
হালাল উপার্জনই শান্তি পথই সঠিক
এ যে সত‍্য চির সত‍্য বিধান।

পবিত্র ধর্মগ্রন্থে মহান মানবতা সেবা
কেমনে দিতে উহা উল্লেখ‍ রয়।
আজ যারা অন‍্যায় করে খাচ্ছে কাল
দেখবে দু'দিন আগে আর পর।

ধ্বংস তাদের কুড়ে খাচ্ছে অনৈতিক
কৃতকর্ম অসভ‍্যতা আচরণেই।
বিধাতা সুযোগ দেন ঠিক তবে ছেড়ে
কখনো দেন না অনৈতিককে।

প্রজন্মরা জেনে রাখ শুনে রাখ মনটি
কখনো অনৈতিক অসভ‍্য চিন্তা'
জাগ্রত করবে কখনৌ কোন অবস্থায়
কারণ কখনো সভ‍্যতা জীবনটা!

পবিত্র স্থান তৈরি অন্তরায় যা আজীবন
হাজার বছর মাথা জায়নামাজে'
টুকলেও মানুষ মানুষের সহিত অন‍্যায়
অসভ‍্যতা পরনিন্দা পরচর্চা ক্ষতি!

এমন কি ভাল কাজ করবে যে অন‍্যের
ক্ষতির সাধন পূরণ করবে বিধাতা'
বন্দেগীর মধ‍্য দিয়ে? না ভুল পথ চিন্তা
ঐ'সমস্ত চিন্তা ক্ষতিগ্রস্ত লোকেরা!

তাদের আহাজারী ক্ষণে ক্ষণে শ্বাস-প্রশ্বাস
নিঃশ্বাস কোথায় যাবে বলতে কি..
পারবে কখন কেমন করে প্রাপ্তি অসভ‍্যতা
তাই যদি হতো তা হলে তো ঐ'

আহাজারী ক্ষতিগ্রস্ত মানুষগুলির মন মধ‍্যে
কেন চলে শোক আহাজারী...
কষ্ট কান্না কথা গল্প আক্রোশ ক্ষোভ কেন?
অপরাধীদের পরবর্তী সেবক মন।

বিধাতার দরবারে ভোগ সেবা দান কখনো
সখনো মানবতা কথা সেবা গরীব।
ওদের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষদের কে বিধাতা
কেন ভুলে যেতে দেয়নি আহাজারী?

তাই তো বলি প্রজন্মরা শুনে রাখ জান মানব
জীবন সুন্দর ভোগ কর্মগুণ সুন্দরেই।
লোভ-লালসার স্বীকার মানুষ হয়ে মানুষ ঠকা
কখনো পেটনীতি দলবল ধ্বংসখেলা।
***************************
প্রিয় কবি-সাহিত‍্যিক ও পাঠক-পাঠিকাগণ ছাপ্পান্নতম পর্ব পাঠে আহবান রইল।