একটি স্বাধীন দেশ বড় আপনত্ব
প্রজন্ম যারা পরাধীনতা দেখেনি!
সেই তারা বুঝবে কি সাধারণেই
এমন জ্ঞান উত্তম চর্চা অতীত ঐ'

সেই কাল এ'বর্তমানের দিন কাল
অল্পবিদ‍্যা খূবই ভয়ংকর দেখা।।
শোনা কথায় কান তার চেয়েও!
কেমন করে মানুষ জ্ঞানী হই বলি?

যুদ্ধ যে জন করে আর যে দেখে
কষ্ট কি সমান হয় বলেন তো দেখি।
এমনই সকল জ্ঞানী গুণি আমরা
কোথায় স্বর্গ কোথায় নরক দেখা?

স্বর্গ বাসে কঠোর শর্ত পালনীয়
ধর্মীয় অনুশাসন কোন ছাড় নয়।
বিধাতার বিধান অমান‍্যে জানি
দুনিয়াতে সুকর্ম আখেরাত পেতে।

সমস্ত ক্ষেত্রেই শাসন সুমন মান‍্য
তবেই একটি মানুষ খাঁটি সভ‍্যতা।
অনন‍্য মন বিরাজমান আমরাও
মানুষ সততার বলে বলিয়ান এক'

জবান এক কথা শরীর স্বাস্থ‍্যেও
সুখ সুখী অনন‍্য মানুষ মানবিক।
স্বগাবাস যেমন দুনিয়া-আখেরাত
মানুষ কেন এতো অসুখী ভবতর?

শুধুই নাই নাই পাই পাই খাই খাই
অভাব স্বভাব ও ভাল না সে তাই।
নিজ ভাল না চিন্তা সেথা বাইল না
পরচর্চা পরধন ভোগ বেশ মজার।

নিজ অপরাধ নয়'তো অপরাধ মন
অনুতপ্তও দেখা দেয় না হ্নদয়টিতে।
সেই তারাই অসুখী ক্ষীর্ণ স্বাস্থ জ'না
অসুখী অপূষ্টিতে ভোগা সেই মানুষ।

পরিবেশ পরিজন দেয় সেবা দূ'গর্তি
দেখা সর্বস্তর নিজ পরিবার-পরিজন।
রাষ্ট্র যেথায় যাবে সেথায় অশুভ কর্ম।
শরীর মন সব অসুস্থ‍্যতা পরিবেশন।
*********************
প্রিয় পাঠক-পাঠিকা ও কবি-সাহিত‍্যিকগণকে ঊনত্রিশ পর্ব পাঠে আহবান রইল।।