শোন শোন শোন মানুষ সকল শোন
একটি বার দাঁড়াও না শোন সকল।
আমরা মানব জাতি সৃষ্টির সেরাজীব
আশরাফুল মাখলুকাত আপরূপ শব্দ।
আমি শব্দ বূনন চাষী শোন সকলেই
আমরা কবি আসল কথা বলি শোন!
ছাত্র-ছাত্রী সমাজ আবাল বৃদ্ধ এ'দেশ
আমরা বাংলার সন্তান শোন তোমরা।
একটি বির শুনতে দাঁড়াও শোন কথা
বলছি শোন তোমরা এসো চলি পথ!
চলি এক সাথে অনন্য সুন্দর জীবনই
চাই আমি যেমনটি সভ্যতা সেবাচাই।
তোমরাও তেমনটি পাবে এ'ধরা বুক
এমন কর্ম মন প্রাণ আত্মার তৃপ্তিরই।
সেই মন পেতে বিধাতার অনন্য জ্ঞান
অপূর্ব ধারণা চমৎকার ভাবনা ঊষার।
চলো চলি এক সাথে কাঁধে কাঁধ ধরি
হাতে হাত রাখি মুখে সঠিক শব্দ চাষী।
সততা সভ্যতা আচার-অনুষ্ঠান-আচরণ
সর্বত্রেই আমরা উদ্ভাস-উদ্ভাসিত হই।
এমন বন্ধু-বান্ধবী-বন্ধন-গড়ে-তুলি-ঐ
চলই জীবন শিক্ষা কর্ম স্বচ্ছতা পেতে;
গড়ে উঠবে জীবন মান মানবতা প্রাণ
শোন সকল শোন এ'দেশ ছাত্র-ছাত্রী।
সাধারণ জনতা অসাধারণ হও তোমরা
দাঁড়াও একটি বার আমি কবি এ'বাংলা!
এসো শুদ্ধ জীবন চর্চা করি; সভ্যতা চাই
তবে ত্যাগ করো সব লোভ লালসা মন।
সেই মনটিতে আসবে দাঁড়াও সময় দাও
এসো সৎ পথ চলি মানুষ মানুষে পেতে।
বন্ধন এমন চাই সকল মানুষ হবে মানুষ
অন্ধবিশ্বাস কখনো চলবে না মানুষ হয়ে।
জ্ঞান আলোক বর্তিকা যেমন ছড়াবে তৃপ্ত
পরচর্চা পরধন পর জমিন হাতাল ঠেলা!
মসজিদ পানে হাঁটি হাঁটি পা পা ঐ'মনটি
কি করে দাঁড়ায় জায়নামাজ খানা নামাজী?
আমার বড়ই শংঙ্খা ধর্মীয় মন পেতে স্থান
আসল নকল না ভগবান ভক্ত ঐ'লোকেরা।
আছে কি ওদের জীবন চলমান বিধাতাতে
মানুষ হয়ে মানুষ শয়তান চলমান ভবতর।
*************************
বাণী: অপূর্ব জীবন মান-মর্যাদা পেতে ভাল লোকের সানিধ্য লাভে একটু সময় দাঁড়াতে যে মন বিচলিত। সেই তারাই দাঁড়াও নামক জ্ঞান লাভে অনন্য।