ছবিটি ফেইজবুক হতে কপিপেষ্ট করা
প্রচন্ড গরমে দিচ্ছেন সেবা!
এ যে দৃষ্টান্ত সৃষ্টিকারী মানবিক পুলিশ
পথচারী ভ্যান-রিক্সা চালক।
এতো বড় তাপদাহ্ গরম দিন-মজুররা
থেমে নেই রিজিক বলে কথা।
42ডিগ্রী তাপমাত্রা প্রবাহিত অত্র জেলা
আশে-পাশের জেলাগুলিও।
জীবন জীবিকা আর মানুষ মানবিকতা
পরিচয় দেখা আর বিবেচনা!
বিবেচ্যবোধের জাগ্রত এক সেবক যিনি
অনন্য মন অধিকারী মনুষ্য।
দিন-মজুরদের গতি রোধ করে ছোট্টছাতা
মাথা পরিধান করায়ে দিচ্ছে!
সাথে একটি ডাব ও মিনারেল পানি খেতে
কি যে সেবা হ্নদয় মানবতায়।
এটাই তো হওয়ার কথা জীবনবোধ এ'ধরা
মানুষ মানুষের জন্য সত্যই।
মানুষ যদি মানুষ হই কেন মানবতা অদেখা?
মানুষ অমানুষ হলেও রয়...
কোন না কোন ভাবে মানবতা পরিচয় দেখা
তাই তো বলি মানুষ এসো...
চলি সঠিক পথ সত্য নিষ্ঠা কর্তব্য পরায়নে
কভু করবো না লোভ-লালসা।
মানুষ হয়ে অপর মানুষকে ঠকায়ে অপরাধী
মানুষ হয়ে করলে মানুষ নিয়ে..
খেলা অকর্ম। সেই মানুষেরা দেয় অভিষাপ
তাতে ধ্বংস একদিন না একদিন।
তখনই মানবতা কমতে থাকে মানুষ-মানুষে
এমন করেই জীবন যেন অচেনা।
অদেখা একে অপর এই জগৎ-খানা মনুষ্য
ঐ'দেখেন প্রশাসন দিচ্ছে সেবা!
সাধারণ দিনমজুর জনতা কথা সমাজবুক
এমন মানুষ হবো যোগ্যতা যার..
যেমন কর্মফলই সেই মন সুগমন এ'ধরণী
একে অপর পাশে পেতে মুক্তি।
সেই মানবিক ছবিটি সংযুক্ত কবির কলম
এমন দেশ ও সেবা চাই সর্বত্র।