শিশুকাল হতেই আপন পর অনেক অপরাধী দেখা
আমার সাথেই করেছে অন‍্যায়।
মেরেছে আমার বড় ভাইকে ছাড়েনি আমার মাতৃত্ব
গর্ভধারিণী দেখা এই দুনিয়ার!

হ‍্যাঁ আমি প্রতিবাদ করেছি কম আর বেশী হঠাৎ
মাথায় আমার বুদ্ধি ভর করলো'
আমি যে একা বড়ই একা ভাই শেষ হয়ে গেছে
আমাকেও যেতে হবে ঐ'একই!

তাই তো সংকল্প আত্মঃপ্রত‍্যয়ী মন তৈরি হলো
যেন বিধাতার অন‍্য রকম শক্তি!
আমায় জ্ঞান গরিমায় ভরসা যোগালো জীবনটি
ঐ'ভাবে চলতেই পারে কি?

না! না! না! পারে ঐ'ভাবে চলতে পারে না ধীর
চেতনাবোধদ্বয় জাগ্রত নিজস্ব!
এক অনন‍্য অনুভূতির প্রেষণার বাহুবল পেলাম
দেখলাম আমি হবো দেশান্তর।

আর থাকবো না শয়তান পরিবার গাফেলদের
সহিত ওরা বিধাতাকেও ধোঁক্কা..
দেয়। দেয় সহজ সরল মানুষদেরকেও বলছি
ওদের মত হারামী অমানুষ!

এ'ধরণীতে দ্বিতীয় আছে কি না অতীতও বরবর
জাতিরা ছিল কি না শুনেছি!
তবে এমন নর-পিচাশ মানুষ হয় বোধগম‍্য নয়
তাই তো ওদের অত‍্যাচারে...

ক্লাস সেভেন হতেই ছাড়লাম একাকী জীবন গ্রাম
খালি হাত কোন পঁয়সা-কড়ি...
ছিল না পকেটে। ছিল আত্মঃবিশ্বাসেরই মনোবল
কারণ শয়তান মোকাবেলায়...

অযোগ‍্যতায় আর অর্থহীন একা একা কখনো নয়
বরং হিতে বিপরীত ধীক্কার...
দিতে থাকবে ওরাসহ সংঙ্গরা দলবল বিতারিতই
করতেই থাকবে কি উপায়?

সেই তো আজিকের আমি পরিচয় আর নয় কোন
মানুষের নিকট নিজকে নিয়ে।
সমাজকে তখনই দিতে পারা যায় যখনই সভ‍্যতা
পরিচয় সত‍্যের বুলি কন্ঠ রয়!

ওদের সাথে প্রতিবাদী হয়ে ঝগড়া মারামারী লিপ্ত
না হতো পড়ালেখা না পারতাম...
আজিকের আদর্শ মানবতাবাদী ও জীবনমূখী কবি
ঐ'শয়তানেরাও সালাম দেয়!

একটু হলেও মেপে কথা বলে; বলে সমাজে ভাই
আমরা ভাই! ভাতিজা! আমিও...
নাকি ওদের বংশের একজন সুশিক্ষিত গুণিজ'না
ওদের বিচার আমি প্রতিশোধ‍্য।

সরাসরি নেইনি; নিয়েছি এক অসাধারণ সততা
সত‍্য-নিষ্ঠায় কঠোর পরিশ্রমদ্বারা।
হারাম পথের পথিক হইনি কখনো স্পর্শ করিনি
পাপের অর্থ পাপিষ্ট‍্যতার রহস‍্যময়!

সেই জীবন চলমান এ'ধরণী বুকটি আমি সত‍্যের
একনিষ্ঠ ব‍্যক্তিত্ব মনুষ‍্য মানুষ!
বুকের মধ‍্যে অনেক যন্ত্রনা তবু জ্বালাই নিজ নিজ
নেভাইও নিজ নিজ কেউ নয়..

এই দুনিয়াতে আপন পর সবাই নাটক করে স্বার্থ
ফুঁরালেই কেঁটে পড়ে সকল।
মানুষ নাম বটে অমানুষ ভরপুর ওরা এমন স্বভাব
সেই তো মানুষকে হতে হবে...

সত‍্য-নিষ্ঠার প্রকৃত মানুষ আর সেই মানুষেরা হতে
পারবে বিধাতার বিধান মেনে...
আসল ও খাঁটি মহা-মূল‍্যবান অপূর্ব মুগ্ধকর মানুষ
এমন করেই জয় কাম‍্য অন‍্যথা নয়!
*********************
বাণী: কষ্টার্জিত মানুষকে মানুষ হতে দেখেছি। কিন্তু চরিত্রহীন অনেক শিক্ষিত ও জ্ঞানগরিমা ভরপুর অমানুষকে কখনো মানুষ হতে দেখিনি। অমানুষদের সহিত কোন প্রকার বেকার সময় নষ্ট না করে কাজ না থাকলে অপরের বাড়িতে ভাল কোন কাজে সহযোগিতা করাও উত্তম।