চলো স্বর্গে যাই; কোথায় স্বর্গ!
ভেবে দেখি স্বর্গ বহু দূর নয়।
মনের মাঝেই স্বর্গ ভাল কাজটি
মনের মধ্যেই নরক মন্দ কর্ম।
আকাশ-পাতাল ভাবনা কিসের
এতো ভেবে কি হবে জানি!
সৃষ্টিকর্তার রহস্য বুঝা বড়ই দ্বায়
তাই বেশি কিছু নয় ভাবনা।
চলো আমরা সত্য নিষ্ঠায় চলতে
মন-প্রাণ হতে বিশ্বাস করি!
বিধাতার বিধান মেনে চলি তবেই
চলো স্বর্গে যাই এক সাথে।
মানুষ মানুষের জন্য কল্যাণ কর্মেই
একমাত্র স্বর্গ পেতে পারবো।
অনুপম জীবনবোধ রচনা চাই সেই
মন-প্রাণ স্বর্গবাস সত্য সত্যই।
*********************
বাণী: স্বর্গ পেতে সুখবাস! মানুষ যখন পবিত্রতায় ভরপুর। আর তখনই স্বর্গ স্বপ্ন মাথাতে অনুপম রচনা করে। সঠিক পথ প্রাপ্তিতে অনন্য সুখ পেয়ে স্বর্গীয় মন চঞ্চলতা প্রকাশে সুন্দর একটি জীবন কামনা করে থাকে। যা মানুষ হিসাবে এমনটাই কাম্য।