লোক মুখে শুনেছি ঢাকার শহর সড়ক যানজট ভরা
সেই সড়ক হয়েছে আজ ফ্লাইব্রীজ মেট্টরেল পথ।
শুধু মেট্টরেল পথ নয়; হয়েছে সড়ক পথ আকর্ষনীয়
একের মধ্যে দুই নিচ সড়কে চলে লোক পরিবহণ।
ফ্লাই ব্রীজ চলাচল রয় জ্যাম বিহীন ডাইরেক্ট পরিবহণ
এ যেন স্বপ্নের মতন; দেশনেত্রী শেখ হাসিনা দীক্ষা!
নিজ দেশ বাংলা করছে জনতা কল্যাণ অতুলনীয় ভাব
জ্ঞান লব্দ চেতনা উন্নয়ন ধারা এক অনন্য শোভা মন।
পদ্মার নদী উপর দিয়ে তৈরী বিশাল সড়ক ও রেল পথ
যোগাযোগ ব্যবস্থা হয়ে সুগম দক্ষিণ বঙ্গ সাধারণের।
সমগ্র দেশের সড়ক পথ ধরেছে সংস্কার কাজ একযোগ
বিশ্বমন্দাবস্থা কি করে রাখবে নীতি নির্ধারণ সভ্যতা?
অনেক বাঁধা বিপত্তি; তরাই উৎরাই চলছে রাষ্ট্র প্রধানরা
সমালোচকেরা করছে বিনাশ্রম পরামর্শ খোঁশ-গল্প।
চল না আমরা সবাই ঘুরে আসি একে অপর দেখা হবে
সোনার বাংলা গড়ার স্বপ্ন বাঁজ বঙ্গবন্ধু ছিলেন যেমন!
সেই মন কন্যা আজকের পিতা-মাতা-ভাই হারামন হ্নদয়
নিরলস পরিশ্রম অসম্ভবকে সম্ভাব করাই যার স্বপ্নমন।
সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পকা নয় কোন বৈরিতা মনোভাব
শত বাঁধা বিপত্ততেও হবে নাষকোনই সংশ্বয় বাংলাতে।
সত্যই অতুলনীয় করা যায় না তুলনা অন্য কারো কোথাও
ধ্বনিত সাধিত কল্যাণ ঊষামন অনন্য শোভা ভালোলাগা।
চল ঘুরে আসি কক্সেসবাজার পতেঙ্গা সিতাকূন্ড খাগড়াছড়ি
রাঙ্গামাটি ত্রিপুরার ভারতবর্ষ বার্মার সীমান্ত এলাকা ঐ'
সৌন্দার্য পূর্ণ বঙ্গবন্ধু ট্যানেল পানির নিচ দিয়ে রেলপথ চল
যাত্রী সকল অবিচল অনন্য সুন্দর শুভভ্রমণ যাত্রা প্রাণ।
কল্যাণকামী মানুষ আমরা স্বাধীনতা অর্জন সার্বভৌমত্বরক্ষা
সেই বাঙ্গালী আপামোর জনতা আমরা চল ঘুরে আশি।
ঢাকার শহর ঘুরে চল যাই দেখি কি করেছে সরকার উন্নয়ন
পদ্মাব্রীজ দেখতে মাওয়া মুন্সিগঞ্জ-কাওড়াকান্দি জাজিরা।
মেট্টোরেল পথ দেখতে দিয়াবাড়ি-ফার্মগেট উড়াল ব্রীজবর্ধন
বিআরটিসি বাস সার্ভিস সড়ক জসিম উদ্দীন-গাজীপুর।
এই দিকে গাজীপুর টু উত্তরবঙ্গ সড়ক ফ্লাইওভার এই রূপে
মেট্টো এক্সপ্রেস চালু হয়েছে ঢাকাসিটি টু যাত্রাবাড়ি।
এই ভাবেই ঢাকা শহর মুক্তিপাবে মুক্ত হবে যানজট সমস্যা
এমন একটি শহর চাই পরিচ্ছন্ন সাঁজানো-গোঁছানো।
***********************************
বাণী: যে কর্ম করে। সেই সমালোচিত হয়। আর কর্ম করে না। তার কোন সমালোচনা ও দোষও কেউ ধরে না।