চল চল চল যাই ঘুরে আসি
যাই না চল এক সাথে দূরে
খুব ভালো লাগবে চল যাই
আমরা পাড়ার সাথী মোরা।

ঢাকার শহরটিতে ঘুরে আসি
বিমান বন্দর সংস্কার চলছে
আর্ন্তজাতিক বিমান বন্দরটি
অন্য রকম শোভা ছড়ানো।

বিশ্বমান অসাধারণ দেখতে
চল না যাই ভাই ঘুরে আসি
বোনেরা সকল যাবে এসো
খুব ভালো লাগবে মনটিতে।

অনেক মজা করবো সকল
বাহ্! দেখতে ভারী চমৎকার
দৃষ্টি নন্দন এক আকর্ষনীয়
সৌন্দার্য কারুকার্য নকশা।

প্রবেশ দ্বার যেন অসাধারণ
অতুলনীয় আরো দশ হতে।
এই আমাদের দেশ মাতৃভূমি
আমরা বাঙ্গালী আমরা পারি।

সকল সেরা দেশ তুলনাতেও
এমন দেশটি মায়ের সমান
শ্রদ্ধা মায়া মমতা পরশ দ্বারা
রাখিবো সচল আদর মহত্বে।

তখনই সুখের পরশ মিলবে
আমরা মানুষ আশাবাদী স্বপ্ন
দেশ প্রেম মহা খুঁশি আনন্দ
চল যাই ঘুরে আসি আমরা।
×××××××××××××××××××××
বাণী: নিজে দেশকে ভালোবাসার মাঝে যে শান্তি। এমন শান্তি দ্বিতীয় কোথাও পাওয়া বড় ভার। সুসন্তানেরা নিজ দেশকে মায়ের মতই ভালো বাসে। আর দেশ তখনই সমৃদ্ধ শালী হয়ে থাকে।