চেয়ারে বসে সেই তারা যদি চেয়ারের মূল্য বোঝে
তবেই বলা যায় কোন ব্যক্তি চেয়ার চেনে।
নয় তো নয়, শুধুই গীবত রচনা রটনা করা সর্বত্রেই
সেই সকল মানুষ কখনো চেয়ার চেনে না।
চোখে শুধুই দেখে চেয়ারের মর্যাদা দিতে পারে না
শিক্ষিত চেয়ার অশিক্ষিত চেয়ার রয় অচেনা।
কোথায় যেন হারায়েই ফেলে একে অপর যথার্থতা
সভ্যতা যেখানে হার মানে সেখানে নয় আশা!
চেয়ার চৌখে দেখা আর চেয়ারে বসার উপযুক্ততা
শোন"রে মানুষ শোন সকল এককথা নয়!
চেয়ারে তো যে কেউ বসতেই পারে, তাই বলে কি
প্রকৃত চেয়ারের উপযুক্ত হকদার আর বোকা!
আবল-তাবল-বলদ-মাতাল-হতভম্ভ-বিবেক-হীনরা
সত্যই চেয়ারের মূল্যবান কাজ লিডারশীপ!
দিতে জানে, না না না কোন অবস্থাতে জানে না সেই
লোকরা পারে কতই না সমালোচনাএ'ধরায়।
চেয়ার একবার বসারই সুতভযোগ হলে মাতাল বনে
ওরা চেয়ার পাগল লোকেরা তোরা মানুষ না।
তোরা চেয়ার পাগল দলবল এ'ধরণী নেশা চোরেরা
কোথায় তোদের ঠিকানা অজানাতেই চেয়ার!
চেয়ার রক্ষা না জানলে চেয়র রয় না এমনই এধরা
আজ ধনী কাল ফকির বাদশাহী গিরি ছাড়!
তবেই তোরা মানুষ হবিসবুঝবি যে দিন মনটি হতে
সেই সকল মানুষ আর যাই হোক সভ্য।
চেয়ার পরিচালনাগ খুবই মর্যাদা পূর্ণ দায়িত্ব সত্যই
সুরক্ষা সদা সততা অনন্য জীবনবোধের।
মানুষ মানুষের জন্যেই চেয়ার কথা থাকে যদি ঘটে
সেই মানুষ আর চেয়ার সুরক্ষা মর্যাদার।